ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১২, ১০ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

১৫ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৯ জানুয়ারি ॥ গফরগাঁওয়ে শনিবার বেলা ১১টার দিকে দুই বিকাশকর্মীর মোটরসাইকেল থামিয়ে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীরা ক্রিকেট খেলার স্ট্যাম দিয়ে পিটিয়ে বিকাশকর্মী মারুফ আহমেদ সুমন ও মোস্তাক আহমেদ খানকে পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী কাজলার বন এলাকায়। পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিক্সা ও চালক রফিজ মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে। জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বিকাশকর্মী মারুফ আহমেদ ও মোস্তাক আহমেদ স্কয়ার মাস্টারবাড়ি থেকে ১৫ লাখ টাকা নিয়ে গফরগাঁওয়ের মশাখালী বাজারে আসার পথে মুখী-মশাখালী সড়কের কাজলার বন এলাকায় ৬-৭ জনের ছিনতাইকারী দল ওই দুই বিকাশকর্মীর মোটরসাইকেল থামায়। পরে তাদের দুজনকে ক্রিকেট স্ট্যাম দিয়ে পিটিয়ে আহত করে সঙ্গে থাকা বিকাশের ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ককটেল উদ্ধার রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। শনিবার দুপুরে হলের ক্যান্টিনের সামনের মাঠ থেকে ককটেলটি উদ্ধার করা হয়। হলের কয়েক আবাসিক শিক্ষার্থী জানান, মাদার বখ্শ হলের ক্যান্টিনের সামনের মাঠে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল কে বা কারা রেখে দেয়। পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের দায়িত্বরত প্রহরী ককটেলটি দেখতে পান। মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ জানুয়ারি ॥ ৬ কেজি গাঁজা, এক শ’ ৩০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি ভোটকা মদ উদ্ধার এবং জাকির হোসেন (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চরচামিতা এলাকার নিজবাড়ি থেকে মাদকসহ তাকে আটক করা হয়। মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৯ জানুয়ারি ॥ পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ নাজমুল হাসান প্রিন্স নামে এক যুবককে আটক করেছে। তার বাড়ি সদর উপজেলার ভা-ারিয়া গ্রামে। তার পিতার নাম মোহন মোল্লা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ ও বই বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলন সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছউজ্জামান আনিস। মা-ছেলেকে লাঠিপেটা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধা শতাংশ জমি লিখে না দেয়ায় এক দিনমজুরের বসতঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় মা ও ছেলেকে লাঠিপেটা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানগর এলাকার বৃদ্ধা সুফিয়া খাতুন তার ছেলে সহিদুল ইসলামকে নিয়ে আধা শতাংশ জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সুফিয়া খাতুনের মেয়ের জামাতা নবী হোসেন ওই জমিটুকু রেজিস্ট্রি করে দিতে দীর্ঘদিন ধরে চাপপ্রয়োগ করে আসছিলেন। দুপুরে নবী হোসেন, শফিকুল ইসলাম, সুজন মিয়াসহ তাদের লোকজন সুফিয়া খাতুনের বসতঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরে থাকা কাপড়চোপড়সহ আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রতিবাদ করায় সুফিয়া খাতুন ও তার ছেলে সহিদুল ইসলামকে লাঠিপেটা করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×