ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৬:১১, ১০ জানুয়ারি ২০১৬

মেধাবী মুখ

সীমান্ত সাহা ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। তার বাবা প্রদীপ সাহা একজন চাকরিজীবী এবং মা সুমিতা সাহা গৃহিণী। সে সকলের কাছে আশীর্বাদপ্রার্থী। মোছা : নাশরাত জাহান ২০১৫ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গাইবান্ধা হাট লক্ষ্মীপুর কিন্ডারগার্টেন থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। তার বাবা মোঃ শাহ আলম গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে কর্মরত এবং মা রুপালী বেগম গৃহিণী। সে সকলের কাছে দোয়া প্রার্থী। সাবা তাহসিন ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। তার পিতা আবদুস সবুর একজন বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক এবং মা মোছা: নাসরিন বানু গৃহিণী। সে সকলের কাছে দোয়াপ্রার্থী। উম্মে হাবিবা (অহনা) ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জের পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। তার বাবা মোঃ মিজানুর রহমান দৈনিক জনকন্ঠে কর্মরত এবং মা লাইজু রহমান গৃহিনী। অহনা বরিশাল জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের শিক্ষক মরহুম মোহাম্মদ কুব্বাদ আলী এবং মরহুম খাদিজা বেগমের নাতনী। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।
×