ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন দাবি নোমানের

প্রকাশিত: ০৬:০৮, ১০ জানুয়ারি ২০১৬

নতুন নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন দাবি নোমানের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড রেলওয়ে অফিসার্স ক্লাবে বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বিএনপি নেতা নোমান বলেন, ৫ জানুয়ারি নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ও সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রমাণ হয়েছে যে, সিইসি সরকারের প্রভাব বলয় থেকে বের হতে পারেনি। তাই এ কমিশনের অধীনে আর কোন নির্বাচন নয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, সহ-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নগর শ্রমিক দল সভাপতি তাহের আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শ্রমিক দল নেতা স ম জামাল, আবদুল্লাহ আল হারুন, শাহেনেওয়াজ চৌধুরী, বি-বাড়িয়া জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, বান্দরবান জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, নগর শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম মজুমদার, আবু বক্কর ছিদ্দিকী প্রমুখ। দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে কুষ্টিয়ায় ইকবাল সোবহান নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশর মধ্য দিয়ে দেশে ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকদের কাছে মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা অনেক বেশি। সেবা ও কল্যাণের ব্রত নিয়েই দেশের বৃহত্তর স্বার্থে মিডিয়াকর্মীরা কাজ করেন। একজন পেশাদার সাংবাদিককে অবশ্যই বুদ্ধিদীপ্ত, সততা ও সাহসিকতার অধিকারী হতে হবে। তিনি শনিবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘কাঙ্গাল হরিনাথের দর্শন ও আজকের সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা সভা, পদক ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ফারাজী আজমল প্রমুখ। জামালপুরে চিশতীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ নিজস্ব সংবাদদাতা জামালপুর, ৯ জানুয়ারি ॥ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক ও ফার্মার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান, মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা যুদ্ধাপরাধের মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার মুক্তিযোদ্ধা সংসদ বকশীগঞ্জ উপজেলা কমান্ড আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজ উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকা। বিশ্ব এজতেমায় প্রাইম ব্যাংকের চিকিৎসা সেবা প্রাইম ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব এজতেমায় এবারও“প্রাথমিক চিকিৎসা ও চক্ষু সেবা কেন্দ্র চালু করেছে। ৮ জানুয়ারি সকালে প্রাথমিক চিকিৎসা ও চক্ষু সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ইভিপি আবু জাফর মোঃ সাইখুল ইসলাম এবং টঙ্গী শাখার প্রধান ভিপি ফিরদৌস আলমের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম ৮-১০ এবং ১৫-১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। -বিজ্ঞপ্তি হার্টএ্যাটাকে জাপা নেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ৯ জানুয়ারি, সান্তাহার ॥ বগুড়ার সান্তাহারে সিএনজি চালিত অটোটেম্পো ও ব্যাটারি চালিত ইজিবাইক মালিক ও শ্রমিক সংগঠনের বিরোধের জের ধরে শুক্রবার জুমার নামাজের সময় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ১০/১২ জন আহতের খবর শুনে হার্টএ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ আকন্দ। সে আদমদীঘি উপজেলার নসরতপুর তার ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বলে শনিবার বিকেলে নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানিসহ একাধিক গ্রামবাসী।
×