ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরেন্দ্রর খালবিলে নির্বিচারে চলছে পাখি শিকার

প্রকাশিত: ০৬:০৩, ১০ জানুয়ারি ২০১৬

বরেন্দ্রর খালবিলে নির্বিচারে চলছে পাখি শিকার

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীর পদ্মাসহ বরেন্দ্র অঞ্চলজুড়ে অতিথি পাখি শিকারে মেতে উঠেছে এক শ্রেণীর লোভী শিকারীরা। শীতের এই মৌসুমে রাজশাহীর পদ্মা নদীসহ বরেন্দ্র অঞ্চলের খালবিলে অতিথি পাখিদের আগমনের সঙ্গে সঙ্গে পাখি শিকারীরাও লোভের থাবা দিয়ে যেততেন প্রকারে শিকার করছেন নানা প্রজাতির সব অতিথি পাখি। স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায় বন্য প্রাণী আইন অমান্য করে প্রতিদিন শত শত পাখি নির্বিচারে শিকার করছে শিকারীরা। এসব পাখি শিকার করে দেদারছে চলছে বনভোজন। অনেক নদী, নালা, খালবিলে মাছ দিয়ে ফাঁদ পেতে ও কারেন্ট জালের সাহায্য শত শত পাখি শিকার করে বাজারে বিক্রি পর্যন্ত করছে। পাখি শিকারে কোথাও কোথাও ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্রও। পদ্মা নদী থেকে শুরু করে আশপাশের বিলগুলোতে সম্প্রতি সময়ে পাখি শিকারীদের আনাগোনা বেড়ে গেছে। কেউ জনসম্মুখে আবার কেউ গোপনে যে যেমন করে পারছে তেমন করেই শিকার করছে এসব পাখি। গরাল, চখা, রাজহাস, সাল্টি, শামুক খোল, কাদেচুড়া, হরিকলসহ নানা প্রজাতির অথিতি পাখি যেসব বিলে ঘুরে বেড়াচ্ছে সেখানেই থাবা দিচ্ছে শিকারীরা। রাজশাহীর গোদাগাড়ী, পদ্মা ও মহানন্দাসহ বিভিন্ন খালবিল ও দিঘীতে এরই মধ্যে সুযোগ সন্ধানী পাখি শিকারিরা, ফাঁদ, কারেন্ট জাল, এয়ারগান ও বন্দুক দিয়ে দিনে নির্বিচারে এই সব অতিথি পাখি শিকার করে চলছে। রাজশাহীর তানোর, গোদাগাড়ী, চাঁপাইনবাগঞ্জের নাচোল ও নওগাঁর নিয়ামতপুর উপজেলাও অতিথি পাখি শিকারের পাশাপশি দেশী জাতের ঘুঘু, ডাহুক, কানাবক, পানিকাড়ি শিকার করছেন শিকারীরা। নাম প্রকাশ না করার শর্তে পাখি শিকারীরা বলেন, এলাকায় বড় বড় দিঘী ও বিলে প্রচুর পরিমাণে বিদেশী পাখি শিকার চলছে। গোদাগাড়ী চর এলাকায় রাসেল ও সুমন নামের দুইজন পাখি শিকারী জানান, তারা পদ্মার চরে কারেন্ট জাল পেতে পাখি শিকার করে থাকেন। পরে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, শীতকাল আসলেই বাংলাদেশে সীমান্তবর্তী খালবিল নদী নালায় হরেক রকম অতিথি পাখি আশ্রয়ের আশায় আসে। তাদের নিরাপত্তা দেয়া স্ব-স্ব এলাকার স্থানীয় প্রশাসনসহ জনগনের দায়িত্ব পালন করা উচিত। তাছাড়া দেশে প্রাণী ও বন সংরক্ষণ ২০১২ সালে পাস হয়েছে। সে আইনে এসব অতিথি পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। নরসিংদী স্টেশন মাস্টার বরখাস্ত ॥ তদন্ত কমিটি তিতাস কমিউটার লাইনচ্যুত নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৯ জানুয়ারি ॥ তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি উদ্ধার করা হয়েছে। এ ক্লাস হাইড্রোলিক রিলিফ ক্রেন দিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর শনিবার সকাল ৮টায় দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি উদ্ধার করা হয়। ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এরই প্রেক্ষিতে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ শাজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৪ যুবকের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ বাংলাকেট এলাকায় স্থানীয় বখাটেরা সেজান জুস কারখানার এক শ্রমিককে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার বখাটেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো- যশোর জেলার রাসেল মিয়া, আড়াইহাজার উপজেলার ওমর ফারুক, রূপগঞ্জ উপজেলার ইমন মিয়া ও হৃদয় খান।
×