ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে এক হাজার সোলার প্যানেল অকেজো

প্রকাশিত: ০৬:০১, ১০ জানুয়ারি ২০১৬

বাউফলে এক হাজার সোলার প্যানেল অকেজো

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ জানুয়ারি ॥ টিআর ও কাবিখার চাল বিক্রির টাকায় কেনা এক হাজার সোলার প্যানেলের মধ্যে অধিকাংশই অকেজো হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার জন্য সরকারীভাবে বিনামূল্যে চন্দ্রদ্বীপ, ধূলিয়ার চর বাসুদেবপাশা ও কাছিপাড়াসহ প্রত্যেকটি ইউনিয়নের দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার সোলার প্যানেল সরবরাহ কেনা। টেস্ট রিলিফ ও কাবিখা কর্মসূচীর চাল বিক্রির টাকা দিয়ে ওই সোলার প্যানেল কেনা হয়। এসব সোলার প্যানেল স্থাপনের কিছু দিনের মধ্যেই অকেজো হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য জানান, কালিশুরী ইউনিয়নে স্থাপন করা সোলার প্যানেলও কাজ করছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর আলী জানান, এ ইউনিয়নের অধিকাংশ সোলার প্যানেল কাজ করছে না। তিনি বলেন, একটি বাড়িতে ৩টি বাতি জ্বালানোর জন্য সোলার প্যানেল স্থাপন করা হলেও, বাতি তো দূরের কথা ঠিকভাবে মোবাইল ফোনের চার্জও হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের নির্দেশে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে নিম্নমানের এ সোলার প্যানেল কেনেন। রূপগঞ্জে পোশাক কারখানার বর্জ্যে ৮ লাখ টাকার মাছ ধ্বংস নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানার বিষাক্ত বর্জ্যে ৮ লাখ টাকার মাছ মরে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার একটি খামারের মাছ মরে যায়। খামার মালিক আমিনুল ইসলাম ভুইয়া জানান, বরপা এলাকায় ৭ বিঘা জমিতে একটি পুকুরে মাছের খামার গড়ে তোলেন তিনি। পার্শ্ববর্তী লিথুন ফেব্রিক্স নামে পোশাক কারখানার বিষাক্ত বর্জ্যে সরাসরি ওই খামারে ফেলছে। এতে করে খামারের পানি বিষাক্ত হয়ে পড়ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্যে কারখানার মালিকপক্ষকে বার বার অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। শনিবার সকালে বিষাক্ত বর্জ্যে প্রায় ৮ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
×