ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চুক্তি হারালেন সামি ও রাসেল

প্রকাশিত: ০৬:০১, ১০ জানুয়ারি ২০১৬

চুক্তি হারালেন সামি ও রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন দেশটির টি২০ অধিনায়ক ড্যারেন সামি! কেবল সামি নয়, বাদ পড়েছেন আন্দ্রে রাসেল আর শিব নারায়ণ চন্দরপলের মতো ক্রিকেটার। জায়গা হয়নি মহাতারকা ক্রিস গেইল এবং স্পিনার সুনিল নারাইনের। এর আগে একাধিকবার চুক্তিবদ্ধ হতে অস্বীকৃতি জানিয়েছিলেন গেইল, এবার তাকে ফেরানোর চেষ্টা করেনি ডব্লিউআইসিবি। ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬=এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। বাদ পড়াদের পরিবর্তে ১৫ জনের কেন্দ্রীয় তালিকায় নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন ক্রেইগ ব্রেথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, লিও জনসন, শেন ডরউইচ, শাই হোপ ও রাজেন্দ্র চন্দ্রিকা। ২০১৪ সালে ভারত সফরে মধ্যপথে সিরিজ বয়কট করার পর থেকে আর জায়গা হয়নি ডোয়াইন ব্রাভোর। অন্যদিকে অবৈধ বোলিং এ্যাকশনের দায়ে অভিযুক্ত নারাইন গত বছরের নবেম্বর থেকে নিষেধাজ্ঞায় আছেন। আর সামি টি২০তে নেতৃত্ব দিলেও বাজে ফর্মের জন্য সম্প্রতি ওয়ানডে দল থেকে জায়গা হারান। ১৬৪ ম্যাচে ১১,৮৬৭ রান করা ৪১ বছর বয়সী চন্দরপল ওয়েস্ট ইন্ডিজের একজন কিংবদন্তি ব্যাটসম্যান। তিনিও বাজে ফর্মের জন্য দল থেকে বাদ পড়েন। ২০১৫ সালের মে মাসে সর্বশেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন চন্দরপল। কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড় ॥ জেসন হোল্ডার, ক্রেইগ ব্রেথওয়েট, রাজেন্দ্র চন্দ্রিকা, ড্যারেন ব্র্যাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, জার্মেইন ব্ল্যাকউড, জেরম টেইলর, শেলডন কটরেল, শাই হোপ, শেন ডরউইচ, লিও জনসন ও কেমার রোচ। চুক্তিতে নতুন যারা ॥ দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কোটরেল, জার্মেইন ব্ল্যাকউড, রাজেন্দ্র চন্দ্রিকা, শাই হোপ, শেন ডরউইচ, লিও জনসন। যারা বাদ পড়েছেন ॥ ড্যারেন সামি, আন্দ্রে রাসেল, সুলায়মান বেন, শিব নারায়ণ চন্দরপল, ডোয়াইন ব্র্যাভো। রাদওয়ানস্কা চ্যাম্পিয়ন শেনঝেন ওপেনে স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুটাই করলেন সাফল্য দিয়ে। শেনঝেন ওপেনে আবারও শিরোপা জিতেছেন পোল্যান্ডের টেনিস সুন্দরী এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ফাইনালে তিনি সরাসরি ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দিয়েছেন এ্যালিসন রিসকেকে। ফাইনালে ওঠার পরই নিশ্চিত হয়েছিল ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে আসা। শিরোপা জিতে তিনি রাশিয়ার মারিয়া শারাপোভাকে আরেক ধাপ পেছনে ঠেলে দিয়ে দখল করলেন চার নম্বর অবস্থান। বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে চার নম্বর বাছাই হিসেবে খেলবেন এ পোলিশ সুন্দরী।
×