ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা হতে না পারায় তোরের গোস্যা

প্রকাশিত: ০৬:০০, ১০ জানুয়ারি ২০১৬

বর্ষসেরা হতে না পারায় তোরের গোস্যা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হয়েছেন ফরাসী বংশোদ্ভূত গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং। ফলে টানা চারবার আফ্রিকার সেরা ফুটবলার হওয়া আইভরিকোস্টের ইয়া ইয়া তোরের একক আধিপত্য খর্ব হয়েছে। টানা চারবার তিনি আফ্রিকার সেরা হয়েছিলেন, এবার হয়েছেন দ্বিতীয়। আর এতে দারুণ চটেছেন ৩২ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এ মিডফিল্ডার। ক্ষুব্ধ হয়ে তিনি দাবি করেছেন এবারের পুরস্কার প্রদানটা ছিল শিষ্টাচারবিরোধী এবং পুরো মহাদেশের জন্য লজ্জা বয়ে এনেছে এটি। মূলত টানা পঞ্চমবার মহাদেশের সেরা হয়ে নতুন রেকর্ড জন্ম দিতে না পারার আক্ষেপেই তোরে এমন মন্তব্য করেছেন বলে ধরে নেয়া হচ্ছে। কিন্তু টিভিতে এক সাক্ষাতকারে কথা বলার সময় তিনি অভিযোগ করেন আফ্রিকায় কি ঘটছে সেদিকে মনোযোগী না হয়ে বর্তমানে ফুটবল কর্তারা বহির্বিশ্বে কারা কি করছে সেটা নিয়েই মগ্ন বেশি। এবারও আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে ফেবারিট ছিলেন তোরে। ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ এই চার বছর টানা বর্ষসেরা হয়েছেন আইভরিকোস্টের এ মিডফিল্ডার। তবে গত বছর দ্বিতীয় অবস্থানে থেকে আলোচনায় আসেন অবামেয়াং। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা এ স্ট্রাইকার মূলত তার দুর্দান্ত গতির জন্য দারুণ পরিচিত। এবার ফ্রান্সে জন্ম নেয়া ও বেড়ে ওঠা ২৭ বছর বয়সী গ্যাবন স্ট্রাইকার অবামেয়াংকেই বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়েছে। অথচ এবার তোরে আইভরিকোস্টের হয়ে জিতেছেন আফ্রিকান নেশন্স কাপের শিরোপা। এ কারণে দারুণ ক্ষেপেছেন তিনি। তোরে এক টেলিভিশন সাক্ষাতকারে সেই ক্ষোভ প্রকাশ করেন।
×