ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই ম্যাচে নিষিদ্ধ লুইস সুয়ারেজ

প্রকাশিত: ০৬:০০, ১০ জানুয়ারি ২০১৬

দুই ম্যাচে নিষিদ্ধ লুইস সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিতর্কের সঙ্গে সমান্তরাল গতিতেই ছুটতে পছন্দ করেন লুইস সুয়ারেজ। কিন্তু স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দেয়ার পর অনেকেই ভেবেছিলেন নিজেকে বদলে ফেলবেন কাতালানদের এই উরুগুইয়ান স্ট্রাইকার। কিন্তু পারলেন না সুয়ারেজ। কখনও প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে, কখনও বা বর্ণবাদী গালি দিয়ে শাস্তি পেয়েছেন অনেকবার। আবারও প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাক-বিত-ায় জড়িয়ে পড়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। এর ফলে কোপা ডেল’রের পরবর্তী দুই ম্যাচে দেখা যাবে না কাতালানদের এই উরুগুইয়ান স্ট্রাইকারকে। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সিলোনায় যোগ দেন সুয়ারেজ। এরপর বেশ শান্তই ছিলেন তিনি। অবশেষে ‘ধৈর্যের বাঁধ’ ভেঙে গেছে উরুগুইয়ান স্ট্রাইকারের। কোপা ডেল’রের ম্যাচ শেষে এস্পানিওলের খেলোয়াড়দের উদ্দেশে বাজে মন্তব্য করেন তিনি। আর তারই শাস্তি হিসেবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ঘটনাটা গত বুধবারের। কোপা ডেল’রের শেষ ষোলর লড়াইয়ের প্রথম লেগে সহজেই ৪-১ গোলে জিতেছিল বার্সা। তবে বার্সার মাঠ ন্যূ-ক্যাম্প সেদিন যেন পরিণত হয়েছিল রণক্ষেত্রে। হলুদ কার্ডের ছড়াছড়ির সেই ম্যাচে অতিথি এস্পানিওলের দুজন খেলোয়াড় লালকার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এমনকি হলুদ কার্ড পেয়েছিলেন মেসি-নেইমার-সুয়ারেজও। দুই গোল করা মেসিকে মারাত্মক ফাউল করলেও ঘটনাটা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় রেহাই পেয়ে যান এস্পানিওলের গোলরক্ষক। তবে দল বড় জয় পেলেও সুয়ারেজ নিজে সেই ম্যাচে গোলের দেখা পাননি। উল্টো হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। তার ওপরে ম্যাচজুড়ে ওরকম ‘দাঙ্গা-হাঙ্গামা’। প্রকৃতপক্ষে সেই ম্যাচে মাথা ঠা-া রাখতে পারেননি সুয়ারেজ। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়রা সাজঘরে ফেরার সময় তাদের লক্ষ্য করে কটু মন্তব্য করেন তিনি। যার জেরে সুয়ারেজের সঙ্গে এস্পানিওলের কয়েকজন খেলোয়াড়ের হাতাহাতি হওয়ারও উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত দুই দলের কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে সংঘর্ষ এড়ানো গেছে। তবে সুয়ারেজ দুই ম্যাচের নিষেধাজ্ঞা এড়াতে পারেননি। রেফারির প্রতিবেদনের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছে টুর্নামেন্ট কমিটি। বার্সিলোনা অবশ্য এই খবর জানার পরপরই জানিয়ে দিয়েছে যে সুয়ারেজের শাস্তির বিরুদ্ধে আপীল করবে তারা। লিভারপুল ছেড়ে গত দুই মৌসুম ধরে লা লিগায় দারুণ খেলছেন সুয়ারেজ। গত বছরের সেরা ফরোয়ার্ডও নির্বাচিত হয়েছেন তিনি। গোল ডট কমের এক জরিপে ৪৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক লিভারপুলের এই উরুগুইয়ান। চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন এই তারকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে করেছেন ২৬ গোল। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি ও বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড অবামায়েংকে। ২২ শতাংশ ভোট নিয়ে রবার্ট লেভানডোস্কি আছে তালিকার দুই নম্বরে। ১৫ শতাংশ ভোট নিয়ে অবামায়েং আছে তিন নাম্বারে। এ ছাড়া ৭ শতাংশ ভোট নিয়ে বেয়ার লেভারকুসেনের তারকা জাভিয়ের হার্নান্দেজ ছিলেন চার নাম্বারে। আর ৫ শতাংশ ভোট নিয়ে পিএসজি তারকা ইব্রাহিমোবিচ তালিকার ৫ নাম্বার স্থানটি নিজের করে নিয়ে যান।
×