ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া বাদে আসছে সব দল

প্রকাশিত: ০৫:৫৮, ১০ জানুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়া বাদে আসছে সব দল

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া অনুর্ধ-১৯ দল নেই, তাতে কী বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ ঠিকই তার গতিতে চলবে। তা আবারও বুঝিয়ে দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি যা জানিয়েছে তার সারমর্ম দাঁড়ায়; অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে আর কোন দলের না খেলা নিয়ে সমস্যা নেই। অস্ট্রেলিয়া বাদে আসছে সব দল। অস্ট্রেলিয়ার পরিবর্তে শুধু খেলবে আয়ারল্যান্ড। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ২৭ জানুয়ারি। ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। ফাইনালসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমদিনই দক্ষিণ আফ্রিকা যুব দলের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। একইদিনে ইংল্যান্ড ও ফিজির মধ্যকার লড়াইও হবে। টেস্ট খেলুড়ে ১০টি দল শুরুতে খেলার কথা ছিল। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুইয়ে ছিল। এরসঙ্গে ২০১৪ সালের এসিসি অনুর্ধ-১৯ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন আফগানিস্তান, ২০১৫ সালের আইসিসি আফ্রিকা অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের চ্যাম্পিয়ন নামিবিয়া, একই বছরের আইসিসি আমেরিকা অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কানাডা, ইস্ট এশিয়া-প্যাসিফিক অনুর্ধ-১৯ ক্রিকেট ট্রফি চ্যাম্পিয়ন ফিজি, আইসিসি ইউরোপ অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন স্কটল্যান্ড ও অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের চ্যাম্পিয়ন নেপালের খেলার কথা। কিন্তু নিরাপত্তার অযুহাত দেখিয়ে সম্প্রতি অসিরা বিশ্বকাপে খেলবে না বলে জানিয়ে দেয়। এরপর অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের রানার্সআপ দল আয়ারল্যান্ডকে বিশ্বকাপে খেলার জন্য যুক্ত করা হয়। আয়ারল্যান্ডও তাতে রাজি হয়। শেষ পর্যন্ত চার গ্রুপে ভাগ হয়ে ১৬ দলই খেলবে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আছে। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, কানাডা, পাকিস্তান ও শ্রীলঙ্কা; ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ফিজি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুইয়ে এবং ‘ডি’ গ্রুপে ভারত, নেপাল, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় আয়ারল্যান্ড রয়েছে। ‘এ’ গ্রুপের একটি খেলা চট্টগ্রামে (বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ) ও বাকি খেলাগুলো হবে কক্সবাজারে। ‘বি’ গ্রুপের শেষ খেলাটি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে (পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ) ও বাকি খেলাগুলো হবে সিলেটে। ‘সি’ গ্রুপের সব খেলা হবে চট্টগ্রামে। ‘ডি’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকার মিরপুর ও ফতুল্লায়। টুর্নামেন্ট শুরু হতে হাতে আছে আর মাত্র ১৭ দিন। তবে ২২ জানুয়ারির আগেই দলগুলো বাংলাদেশে পৌঁছাবে। ২২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রস্তুতি ম্যাচগুলো হবে। তবে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ ক্রিকেট দল এরই মধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে। বাংলাদেশ যুব দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ যুব দল। তাই সবার আগে বাংলাদেশে এসেছে দলটি। কিন্তু আসছে না অস্ট্রেলিয়া। এ সিদ্ধান্ত ৫ জানুয়ারি জানিয়ে দিয়েছে অসিরা। তাতে অন্য দলগুলোর মধ্যে কোন প্রভাবই পড়েনি। বাকি সব দলই যথাসময়ে বিশ্বকাপ খেলতে আসবে এবং টুর্নামেন্টও সঠিকভাবেই চলবে বলে জানিয়েও দিয়েছে আইসিসি। বিশ্বকাপের ১৬টি দলই এরমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। দলগুলো নিজেদের ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে। বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতও দলগুলো। তাই অস্ট্রেলিয়া না আসলেও টুর্নামেন্টে দল সংখ্যায় কোন হেরফের হচ্ছে না। নির্ধারিত দলগুলোর অন্য কেউ হাঁটেনি অস্ট্রেলিয়ার পথে। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি জানিয়েছে, এরই মধ্যে ১৬টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে নয়টি টেস্ট খেলুড়ে দেশ। স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে রয়েছে টেস্ট খেলুড়ে দেশের তালিকায়। আর বাকিগুলো আইসিসির সহযোগী সদস্য। সাত সহযোগী সদস্য দেশ হলো-আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড। আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের চারটি শহরের আট ভেন্যুতে শুরু হবে যুব ক্রিকেটারদের সর্ববৃহৎ এই টুর্নামেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা? ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। ২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো অনুর্ধ-১৯ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির ঘোষণার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বাদে বাকি সব দলের টুর্নামেন্টে খেলা নিশ্চিত হয়ে গেল।
×