ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাট-আসিফকে ফেরালে খেলবেন না আফ্রিদি

প্রকাশিত: ০৫:৫৮, ১০ জানুয়ারি ২০১৬

বাট-আসিফকে ফেরালে খেলবেন না আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ স্পট ফিক্সিংয়ের দুই মূল হোতা সালমান বাট ও মোহাম্মদ আসিফকে পুনরায় জাতীয় দলে ফেরানো হলে খেলা ছেড়ে দেবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তান টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে সম্প্রতি ফিরেছেন মোহাম্মদ আমির। শুরুতে তার ব্যাপারে আপত্তি জানালেও বয়সের বিবেচনায় আমিরকে ক্ষমা করে দিয়েছেন আফ্রিদি। কিন্তু বাট-আসিফকে কিছুতেই ক্ষমা করতে পারবেন না আধুনিক পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এই অলরাউন্ডার। তাই কেবল পরামর্শে সীমাবদ্ধ না থেকে নিজের মনোভাবটা খোলাখুলিই জানিয়ে দিলেন ৩৫ বছর বয়সী আফ্রিদি। ‘বাট ও আসিফ পাকিস্তানের ক্রিকেটকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। স্পট ফিক্সিংয়ের সেই ঘটনার পর ইমেজ পুনরুদ্ধার করতে আমাদের অনেক পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হয়েছে। ওরা প্রাপ্ত বয়স্ক হিসেবে জেনেশুনেই অপরাধ করেছিল। সুতরাং কিছুতেই তাদের পুনরায় বিশ্বাস করতে পারব না। বাট-আসিফকে জাতীয় দলে ফেরানো হলে আমি নেতৃত্ব ছেড়ে দেব, এমনকি ক্রিকেটকেও ইস্তফা দিতে পারি।’ নিউজিল্যান্ডের উদ্দ্যেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমকে বলেন আফ্রিদি। তিনি আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন। যেমন টি২০ বিশ্বকাপের আগে এই সিরিজে ভাল করতে হলে সবার আগে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ইত্যাদি। তবে এক পর্যায়ে সাংবাদিকরা জানতে চান, আমিরের মতো বাট আর আসিফকে ফেরানো হলে তিনি সেটি মেনে নেবেন কি না, তখনই কঠোর ভাষায় এ কথা বলেন আফ্রিদি। ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন সে সময়ের অধিনায়ক বাট এবং দুই পেসার আমির ও আসিফ। অপরাধ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে জেল খাটতে হয় তাদের। মাত্র ১৭ বছর বয়সে সতীর্থদের প্ররোচণায় পড়ে এ কাজ করায় আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। আইসিসি থেকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তারা। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ঘরোয়া ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরেন আমির।
×