ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার

সাংবাদিকদের ওপর হামলা, আটক এক

প্রকাশিত: ০৫:৫৭, ১০ জানুয়ারি ২০১৬

সাংবাদিকদের ওপর হামলা, আটক এক

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল আসর কভার করতে ঢাকা থেকে আসা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রীড়া সাংবাদিকরা। যশোরে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের এক সমঝোতা বৈঠকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ঘটনাটা শুক্রবার রাতের। বঙ্গবন্ধুর সৈনিক লীগের শহর সেক্রেটারি আব্দুর রহমান কাঁকনের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান রিপনের ওপর হামলা চালায়। এ সময় আহত হন রিপন ও গাড়িচালক আলাউদ্দিন। তাদের বাঁচাতে এসে আহত হন যশোর প্রেসক্লাব সেক্রেটারি ও সমকালের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, ৭১ টিভির এসএম ফরহাদ, মাছরাঙা টিভির রাহুল রায়সহ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা শহরে তাৎক্ষণিক মিছিল-সমাবেশ করে। এ ছাড়া তারা টুর্নামেন্টের শনিবারের খেলা বয়কটের ঘোষণা দেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ায় শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন বাফুফের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। কাজী নাবিল আহমেদ বলেন, ‘শুক্রবার রাতের ঘটনাটি অপ্রত্যাশিত। ঢাকা থেকে যারা এসেছেন তারা আমাদের অতিথি। তাদের প্রতি যে আচরণ করা হয়েছে সে জন্য আমি যশোরবাসীর পক্ষে দুঃখ প্রকাশ করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। তারা সন্ত্রাসী। সুন্দর ফুটবল খেলার স্বার্থে, যশোরে এমন একটি বড় আয়োজনের স্বার্থে সব সাংবাদিকের সহযোগিতা কামনা করছি।’ জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও এসপি আনিসুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ হামলাকারী সন্ত্রাসী আব্দুর রহমান কাঁকনকে আটক করে। অন্যদেরও শীঘ্রই আটক করা হবে। এ ছাড়াও ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও সাংবাদিকদের আশ্বাস দেয়া হয়। ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও বাফুফের সহ-সভাপতির কার্যকরী পদক্ষেপের কারণে ক্রীড়া সাংবাদিকরা সর্বসম্মতিক্রমে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। বৈঠকের আগে সকালে কাজী নাবিল আহমেদ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন ও আলাউদ্দিনকে দেখতে যান। বিজয় দিবস টেনিস শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে বিজয় দিবস টেনিস। প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মোঃ শাহরিয়ার আলম এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমন্ত্রী যুব ও ক্রীড়া আরিফ খান জয়, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও হেড অব স্পোর্টস ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) । প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক ১৬ বছর, বালক একক ১৪ বছর, বালিকা একক ১৪ বছর, বালিকা দ্বৈত ১৪ বছর, বালক একক ১২ বছর, বালিকা একক ১২ বছর, মিনি টেনিস বালক/বালিকা ১০ বছর ও মিনি টেনিস বালক/বালিকা ৮ বছর গ্রুপে দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। খেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলবে।
×