ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড্রতেই খুশি দুই দলের কোচ

প্রকাশিত: ০৫:৫৭, ১০ জানুয়ারি ২০১৬

ড্রতেই খুশি দুই দলের কোচ

স্পোর্টস রিপোর্টার, যশোর থেকে ॥ জিততে সবাই চায়। সেটা যে দলেরই বিপক্ষে হোক না কেন। দুর্বল দলের বিরুদ্ধেও নিয়মিত জেতাটা কৃতিত্বের ব্যাপার। কিন্তু সেই দুর্বল দলের কাছে হেরে যাওয়া কিংবা তাদের সঙ্গে জিততে না পারাটা অবশ্যই অগৌরবের ব্যাপার। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো- বঙ্গবন্ধু গোল্ডকাপের শক্তিশালী এবং বর্তমান শিরোপাধারী মালয়েশিয়া তাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেপালের সঙ্গে শনিবারের গ্রুপ ম্যাচে গোলশূন্য ড্র করার পর মালয়েশিয়ার কোচ হাজী ইরফান বাক্তি হতাশ নয় বরং সন্তুষ্টই প্রকাশ করলেন! ‘এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। ড্র করলেও আমি দলের খেলোয়াড়দের ওপর সন্তুষ্ট। হাতে আরও দুই ম্যাচ আছে। আশাকরি সেগুলোতে আরও ভাল খেলে এবং জিতে আমরা শেষ চারে নাম লেখাতে পারবো।’ অপর এক প্রশ্নের জবাবে বাক্তি বলেন, ‘ড্র করলেও আমি মনে করি না নেপাল দুর্বল দল। তারা অনেক ভাল খেলেছে। এই ম্যাচ খেলে আমরা একটি ইতিবাচক দিক পেয়েছি। তা হলো দলের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার উৎকর্ষতা।’ বাংলাদেশ জাতীয় দলকে বাক্তি মালয়েশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন। ‘এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আমরা মাত্র এক সপ্তাহ সময় পেয়েছি। এত স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে প্রথম ম্যাচে মালয়েশিয়ার মতো দলের সঙ্গে ড্র করতে পেরে আমি খুবই খুশি। তবে এই ম্যাচটায় আমরা জিততেও পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত সুযোগ কাজে লাগাতে না পারায় সেটা সম্ভব হয়নি। আমাদের পরের দুই ম্যাচ ঢাকায় গিয়ে খেলতে হবে। আশাকরি সেই ম্যাচগুলোতেও ভাল খেলে সেমিফাইনালে যেতে পারবো।’ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেন নেপাল ফুটবল দলের কোচ বিরাট জং শাহী।
×