ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আইনশৃংখলা বাহিনীর সাথে সিটি মেয়রের বৈঠক

প্রকাশিত: ০৫:৫৬, ১০ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে  আইনশৃংখলা বাহিনীর সাথে সিটি মেয়রের বৈঠক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আইনশৃংখলা জোরদার করতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আগামী ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের অনুশীলন, প্রস্তুতিমূলক ম্যাচ ও মূল ম্যাচ। এ সকল খেলা সুচারুরূপে সম্পাদনে নগরীর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসাসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন শনিবার এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশানর একেএম শহিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুবুল আলম, উপ-পুলিশ কমিশনার মাসুদ উল হাসান, হারুন-উর রশিদ হায়াত, হাসান মোহাম্মদ শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, জহুর আহমদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে রাব্বি খান রুবেল, আব্দুল হান্নান আকবর এবং দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে সর্বোচ্চ নিরাপত্তা বিধানসহ ক্রিকেট খেলায় এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ভেন্যুর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ যাবতীয় সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
×