ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চন্দ্রনাথধামের সংস্কার কাজ উদ্বোধন করলেন প্র্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:৫৩, ১০ জানুয়ারি ২০১৬

চন্দ্রনাথধামের সংস্কার কাজ উদ্বোধন করলেন প্র্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৯ জানুয়ারি ॥ বিশ্বের সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পবিত্র তীর্থপীঠ সীতাকু- চন্দ্রনাথধামের সিঁড়ি-সোপান সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন মহাপরিকল্পনার উদ্বোধন হয়েছে শনিবার। দুপুরে চন্দ্রনাথধাম সড়কের স্বয়ম্ভূনাথ মন্দির এলাকায় মহাপরিকল্পনার ফলক উন্মোচন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে তিনি সেখানে একটি সুধীসমাবেশেও বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চন্দ্রনাথধামের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা কমসময়ে বাস্তবায়ন সম্ভব। তিনি মঠ-মন্দিরের ব্যয়ভার নির্বাহ কাজে ব্যবহৃত সীতাকু- স্রাইনের পাঁচ হাজার একর জায়গার মধ্যে অবৈধ দখলে থাকা তিন হাজার একর জায়গা দখলমুক্ত করতে চট্টগ্রামের সাবেক দুই মেয়র, স্থানীয় এমপি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং সীতাকু- স্রাইন কমিটির প্রশাসক মোঃ নুরুল হুদার সভাপতিত্বে ও স্রাইন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুখময় চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ সীতাকু-ের সংসদ সদস্য দিদারুল আলম, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হাওলাদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শ্যামাপদ দে প্রমুখ। হাইকোর্টের সার্কিট বেঞ্চ প্রসঙ্গে প্রধান বিচারপতি ॥ শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সাক্ষাত করেন হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন আইওএনএস বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধান, উর্ধতন নৌকর্মকর্তা এবং মেরিটাইম বিশেষজ্ঞদের অংশগ্রহণে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)-২০১৬ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হোটেল র‌্যাডিসনে সম্মেলন সফলভাবে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে ৩২ দেশের নৌবাহিনী প্রধানগণ, উর্ধতন নৌকর্মকর্তা, সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাসমূহের প্রধানগণ, মেরিটাইম বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দলের প্রতিনিধিগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী এবং উক্ত অঞ্চলের সমুদ্রবিষয়ক নিরাপত্তা সংস্থাসমূহের উদ্যোগে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)। মূলত ভারত মহাসাগরের উপকূলীয় দেশসমূহের মধ্যকার মেরিটাইম নিরাপত্তা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় আইওএনএস। সদস্য রাষ্ট্রসমূহের নৌবাহিনী প্রধানদের সর্বসম্মতিক্রমে নৌবাহিনী প্রধান আগামী দুই বছরের জন্য আইওএনএসের পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। -আইএসপিআর দ্বি-চক্রযান দ্বি-চক্রযান-মোটরবাইক একটি ভয়ানক যানবাহন। অসাবধানতাবশত একটু এদিক সেদিক হলেই ঘটে যায় বড় সড় দুর্ঘটনা। মোটরবাইক চালানোর সময় হেলমেট পরিধান বাধ্যতামূলক হলেও চালকরা অনেক সময় বিষয়টিকে গুরুত্ব দেন না। ফলে অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। শুক্রবার এয়ারপোর্ট রোড থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। ঝুঁকি নিয়ে- রাজধানীতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন। আর এ কারণে অকালে প্রাণ হারাচ্ছেন অনেকে। অনেক সময় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষরা প্রায় সারাজীবনই পঙ্গু জীবনযাপন করছেন। এ সব দুর্ঘটনার জন্য গাড়ি চালকের অসাবধানতা যেমন রয়েছে, তেমনি যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচলের প্রবণতা কম নয়। শনিবার উত্তরা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×