ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা মেডিক্যালে ফের সন্ত্রাসী হামলা চিকিৎসকদের ধর্মঘট ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫০, ১০ জানুয়ারি ২০১৬

কুমিল্লা মেডিক্যালে ফের সন্ত্রাসী হামলা চিকিৎসকদের ধর্মঘট ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ জানুয়ারি ॥ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ফের সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার সকাল থেকে ইন্টার্ন ও কর্মরত চিকিৎসকরা ধর্মঘট শুরু করেছেন। এছাড়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সর্বাত্মক এ ধর্মঘটের কারণে শনিবার ভোর থেকে হাসপাতাল ও কলেজে অচলাবস্থা দেখা দিয়েছে। মহিলা চিকিৎসকরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে গেছেন। এর আগে গত ১ জানুয়ারি রাতে রোগীর স্বজনরা হামলা চালিয়ে হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসক আবদুল হান্নান, হিমেল, ইমতিয়াজ ও নাদিয়াকে মারধর এবং লাঞ্ছিত করা হয়েছিল। এ ঘটনার জের ধরে থানায় মামলা দায়ের এবং আসামি গ্রেফতারের পর গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ফের চিকিৎসকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এ আন্দোলন কর্মসূচী শুরু হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী হাসপাতালে হামলা চালিয়ে কর্তব্যরত ডাক্তার সজিবকে তার কক্ষ থেকে বের করে মারধর এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার ভোর থেকে হাসপাতালের ইন্টার্ন ও কর্মরত চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে দুষ্কৃতকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এছাড়া কুমিল্লা মেডিক্যাল কলেজের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়। এদিকে চিকিৎসক ধর্মঘটের কারণে হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জরুরী বিভাগ ছাড়া সকল বিভাগে সেবা কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এবিএম খুরশীদ আলম শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে ইতোমধ্যে মহিলা চিকিৎসকরা কর্মস্থল ত্যাগ করেছেন। পূর্বের হামলার ঘটনা ও গ্রেফতারের জের ধরে ফের এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। রবিবারও চিকিৎসকদের ধর্মঘট চলবে এবং পরে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×