ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাকে হেয় করেছে জামায়াত ॥ নাহিদ

প্রকাশিত: ০৫:৫০, ১০ জানুয়ারি ২০১৬

স্বাধীনতাকে হেয় করেছে জামায়াত ॥ নাহিদ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ জানুয়ারি ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জামায়াত তাদের বিগত দিনে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করে ছাত্রছাত্রীদের এবং ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি শুধু নয়, বরং স্বাধীনতাকেও হেয় প্রতিপন্ন করেছে। তিনি বলেন, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একমাত্র যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানোর কারণে। অথচ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থাকে ক্রমেই আধুনিক করছে। তিনি শনিবার বিকেলে হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তিতে এক আয়োজিত এক আনন্দ-উৎসব উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উৎসব কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আনছার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল মুমিন বাবু, সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আতাফুল হাই শিবলী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. লুৎফুর হাই জামী, প্রয়াত মন্ত্রী ফরিদ গাজীর পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহনেয়াজ মিল্লাত গাজী, জেলা প্রশাসক সাবিনা আলম, এসপি জয়দেব কুমার ভদ্র, এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ।
×