ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

আট মামলায় ৯ জনের আপীল নিষ্পত্তির অপেক্ষায়

প্রকাশিত: ০৫:৪৯, ১০ জানুয়ারি ২০১৬

আট মামলায় ৯ জনের আপীল নিষ্পত্তির অপেক্ষায়

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত আটটি মামলায় ৯ জনের আপীল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলীর মামলাটি ২ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। অন্যগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির জন্য আসবে। এ মামলাগুলোর মধ্যে রয়েছে, জামায়াতের নির্বাহী সদস্য মীর কাশেম আলী, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মোবারক হোসেন, জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, জাতীয় পার্টির নেতা (পলাতক) আব্দুল জব্বার (রাষ্ট্রপক্ষ) জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহান ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান, আফসার হোসেন চুটু ও কসাই সিরাজ। এ মামলাগুলো পর্যায়ক্রমে কার্যতালিকায় আসবে বলে জানা গেছে। এর মধ্যে আপীল বিভাগে ছয়টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। ৬ জানুয়ারি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপীলের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। অন্য যাদের মামলা নিষ্পত্তি করা হয়েছে তার মধ্যে রয়েছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা (মৃত্যুদ- কার্যকর), নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী (আমৃত্যু কারাদ-), সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান (মৃত্যুদ- কার্যকর) ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মজাহিদ (মৃত্যুদ- কার্যকর) বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী (মৃত্যুদ- কার্যকর)। দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদ- দেয়া হয়েছে। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপক্ষ রিভিউ করবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২১টি মামলায় মোট ২৪ জনকে বিভিন্ন ধরনের দ- দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে ১৭ জনকে মৃত্যুদ-, একজনকে যাবজ্জীবন কারাদ-, একজনকে ৯০ বছরের কারাদ-, ও ৫ জনকে আমৃত্যকারাদ- প্রদান করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১,১০টি এবং আন্তর্জঅতিক অপরাধ ট্রাইব্যুনাল-২,১১টি রায় প্রদান করেছেন। এ দ-ের বিরুদ্ধে আপীল বিভাগে নিষ্পত্তি হয়েছে পাঁচটি। নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ছয়টি। অপরদিকে পাঁচটি মামলায় ৬ জন পলাতক রয়েছেন। এরা হলেন বাচ্চু রাজাকার ওরফে আবুল কালাম, আশরাফুজ্জামান খান, চৌধুরী মঈনুদ্দিন, জাহিদ হোসেন খোকন, হাসান আলী, ফোরকান মল্লিক। এদের সবাইকে ট্রাইব্যুনাল মৃত্যুদ- প্রদান করেছেন।
×