ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ আখেরি মোনাজাত ॥ টঙ্গীর তুরাগ তীরে মানুষের ঢল

প্রকাশিত: ০৫:৪১, ১০ জানুয়ারি ২০১৬

আজ আখেরি মোনাজাত ॥ টঙ্গীর তুরাগ তীরে মানুষের ঢল

ফিরোজ মান্না/মোস্তাফিজুর রহমান টিটু/নুরুল ইসলাম, টঙ্গী থেকে ॥ বিশ্ব এজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে রেওয়াজ অনুযায়ী প্রতি দফার এজতেমার দ্বিতীয় দিন বাদ আছর এজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে আয়োজন করা হলেও প্রথমবারের মতো এবারের এজতেমায় তা করা হয়নি। আজ রবিবার বিশ্ব এজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এজতেমার দ্বিতীয় দিন শনিবার আল্লাহ প্রদত্ত বিধি-বিধান ও রাসুল (স) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জিকির-আসকার, ইবাদত বন্দেগী আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। মহান আল্লাহ তা’আলার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগ তীর এজতেমা ময়দানে। শনিবারও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় টঙ্গীর তুরাগ পারের এজতেমাস্থল এখন মুখরিত। শিল্পনগরী টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। রবিবার আখেরি মোনাজাতের আগপর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। ইতোমধ্যে এজতেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেক মুসল্লি নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন সিট ও কাপড়ের শামিয়ানা টাঙিয়ে তাতেই অবস্থান নিয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা, আরজ-গুজার, শোকরানা আর ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। সৃষ্টিকর্তার দিদার লাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা হেঁটে, র‌্যাব ও পুলিশ পাহারায় বাস ও ট্রেনে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব এজতেমা ময়দানে সমবেত হয়েছেন। এদিকে প্রথমবারের মতো দেশের মোট ৬৪টি জেলাকে দু’বছরে চার পর্বে বিভক্ত করে এ বছর থেকে এজতেমার আয়োজন করায় এবারের প্রথম পর্বের এজতেমায় আগত মুসল্লিরা স্বস্তিতে ও নির্বিঘেœ সময় কাটিয়েছেন। এলাকাবাসীও নানা ভোগান্তি থেকে অনেকটা মুক্ত ছিল। জানা গেছে, আজ রবিবার বিশ্ব এজতেমার প্রথম দফার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিদেশী নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। রবিবার হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব এজতেমার তিন দিনের প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার শুরু হবে তিন দিনের বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব। এবারও তাবলিগের শীর্ষ মুরব্বিরা রেডিও-টিভিতে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারে অনুমতি দেননি। ক্যামেরায় মুরব্বিদের ছবি তোলাও বারণ করে দিয়েছেন এজতেমা কর্তৃপক্ষ। তারপরও কিছু কিছু বেসরকারী টেলিভিশন চ্যানেল এজতেমা কর্তৃপক্ষের অজ্ঞাতে আখেরি মোনাজাত সম্প্রচার করার উদ্যোগ নিয়েছে। এবার যৌতুকবিহীন বিয়ে হয়নি ॥ বিশ^ এজতেমার দ্বিতীয় দিন বাদ আছর এজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হতো। এ বছর ওই বিয়ের আয়োজন হয়নি। বিশ্ব এজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন জানান, বিগত বছরগুলোতে বিশ্ব এজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হতো। এবার তা হয়নি। দ্বিতীয় দিন (শনিবার) যারা বয়ান করলেন ॥ নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিশ্ব এজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার মুসল্লিদের উদ্দেশে বাদ ফজর বয়ান করেনÑ ভারতের মাওলানা ইসমাইল হোসেন গোদরা, বাদ জোহর ভারতের হযরত মাওলানা মোহাম্মদ জমশেদ, বাদ আসর ভারতের হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ এবং বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা খোরশেদ। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এজতেমা ময়দানে অবস্থান করে ফজিলতপূর্ণ এ বয়ান শোনেন। বয়ানের তাৎক্ষণিক অনুবাদ ॥ বিশ্ব এজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তবলীগ মারকাজের ১৫-২০ জন শূরা সদস্য ও বুজর্গ বয়ান পেশ করেন। মূল বয়ান উর্দূতে হলেও বাংলা, ইংরেজী, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসী ভাষায় তাৎক্ষণিক অনুবাদ হচ্ছে। বিভিন্ন ভাষাভাষি মুসল্লিরা আলাদা আলাদা বসেন এবং তাদের মধ্যে একজন করে মুরব্বি মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান। মূল বক্তা বয়ানের একটি নির্দিষ্ট অংশ শেষ করার পর অনুবাদের জন্য বিরতি দেন। অনুবাদ শেষ হলে তিনি আবার বয়ান শুরু করেন। এভাবেই এজতেমা ময়দানে তবলীগ জামাতের মুরব্বিদের বয়ান চলে। তাশকিলের কামরায় চিল্লাভুক্ত মুসল্লি ॥ এজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশ গ্রহনেচ্ছু মুসল্লিদের এ কামরায় আনা হচ্ছে এবং তালিকাভুক্ত করা হচ্ছে। পরে কাকরাইল মসজিদের তবলীগী মুরব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এলাকা ভাগ করে তাদের দেশের বিভিন্ন এলাকায় তবলীগী কাজে পাঠানো হবে। আখেরি মোনাজাতের প্রস্তুতি ॥ আজ রবিবার এজতেমার মূল আকর্ষণ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এজতেমা মাঠের বিদেশী নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম। এর আগে হবে হেদায়েতি বয়ান। আরও দুই মুসল্লির মৃত্যু ॥ বিশ^ এজতেমা ময়দানে আরও দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। একজনের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার সুন্দরপুর গ্রামে। তিনি মোঃ কালা মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৬০)। অন্যজনের বাড়ি সিলেটের জালালাবাদ থানার টোকেরবাজার এলাকায়। তিনি মৃত মফিজ উদ্দীনের ছেলে আলাউদ্দিন (৬৫)। এ নিয়ে গত দুই দিনে এজতেমা ময়দানে ৫ মুসল্লি মারা গেছেন। পকেটমার-ছিনতাইকারী গ্রেফতার ॥ বিশ্ব এজতেমা ও আশপাশ এলাকা থেকে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পকেটমার ও ছিনতাইসহ নানা অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। বিদেশীর পাসপোর্ট চুরির চেষ্টা, কারাদ- ॥ শনিবার সকালে বিদেশী নিবাসে ঢুকে সৌদি নাগরিকের পকেট থেকে পাসপোর্ট ও টাকা চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা শুভ আটককৃত আব্দুল আজিজকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেন। তার বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ॥ রবিবার টঙ্গীতে বিশ্ব এজতেমা মাঠে অনুষ্ঠিত হবে বিশ্ব এজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। শনিবার দুপুরে এজতেমা স্থলে পুলিশ কন্ট্রোল রুমের সামনে গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ জানান, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্ত ব্যবস্থা নেয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা ॥ গাজীপুর ট্রাফিকের সিনিয়র এএসপি সাখাওয়াত হোসেন জানান, বিশ্ব এজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য ট্রাফিক বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যানজট নিয়ন্ত্রণে নানামুখী পরিকল্পনা রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এবার ডিজিটাল নজরদারি তিনগুণ বাড়ানো হয়েছে। যেসব এলাকায় গাড়ি পার্কিং করা যাবে না ॥ এজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে শনিবার বিকেল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী ক্রসিং থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুইপাশে, টঙ্গী-কালীগঞ্জ সড়কের টঙ্গী হতে মীরেরবাজার পর্যন্ত, আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুই পাশে, প্রগতি সরণির মধ্যবাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রগতি সরণির রাস্তার দুই পাশে যানবাহন পার্কিং করা যাবে না।
×