ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসিন্দারা নিরাপদ

মোহাম্মদপুরে চারতলা একটি ভবন হেলে পড়েছে, সিলগালা

প্রকাশিত: ০৫:৪০, ১০ জানুয়ারি ২০১৬

মোহাম্মদপুরে চারতলা একটি ভবন হেলে পড়েছে, সিলগালা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি চারতলা ভবন হেলে পড়েছে পাশের সাততলা ভবনে। পরে রাজউক হেলে পড়া ভবনটি থেকে বাসিন্দাদের নামিয়ে দিয়ে তা সিলগালা করে দিয়েছে। রাজউকের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে হেলা পড়া ভবনটি শুধু সিলগালা নয়, বুয়েট বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা আসার পরই ভবন ভাঙ্গা হবে কিনা- নাকি সংস্কার করা হবে, তা সিদ্ধান্ত দেবে। এছাড়া কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজউকের কর্মকর্তা ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তখনও উদ্ধার অভিযান চলছিল। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল থেকে মোহাম্মদপুর তাজমহল রোডের মিনার মসজিদের কাছে ১৯/৪ নম্বর হোল্ডিংয়ের চারতলা ভবনটি হেলে পড়া শুরু হয়। দুপুরে তা পশ্চিম পাশে একটি সাততলা ভবনে হেলে পড়ে। এ সময় হেলে পড়া ভবনের ১৯টি রুমে ভাড়াটিয়ারা আতঙ্কিত হলেও সেখানে অবস্থান করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন। এ সময় পুলিশ পুরো ভবনটির আশপাশ ঘিরে ফেলে। এরপর রাজউকের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে হেলে পড়া ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দেয়ার নির্দেশ দেন। মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) জানে আলম মুন্সি জনকণ্ঠকে জানান, বিকেল ৫টার মধ্যে হেলা পড়া ভবনের ১৯টি রুমের বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়েছে। পরে রাজউকের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ওই হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করে দেন। তিনি জানান, ভবনটির মালিক মোঃ স্বপন। এটি তাদের পৈত্রিক সম্পত্তি। পরে বাড়ির মালিককে ডেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভাড়াটিয়াদের সরিয়ে দিতে বলা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে কর্তব্যরত কর্মকর্তা শ্রী ভজন কুমার জনকণ্ঠকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনেন। বিকেল ৫টার মধ্যে রাজউকের ইঞ্জিনিয়ার হেলা পড়া ভবনটি সিলগালা করে দেন। তিনি জানান, হেলে পড়া ভবনটি পশ্চিম পাশের একটি সাততলা ভবনে হেলে পড়ে। স্থানীয় হাসমত, আজিজুলসহ কয়েক যুবক জানান, সকালে ওই ভবন হেলে পড়ার খবর তারা স্থানীয়দের মুখে মুখে শোনেন। এরপর সেখানে গিয়ে তারা আসল ঘটনা দেখতে পান। তারা জানান, কিছুটা পুরাতন ভবনটির ওপরের অংশ পশ্চিম পাশের নতুন একটি ভবনে লেগে আছে। হেলে পড়া ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মিঠুন কবির জানান, তাদের বাড়িওয়ালার নাম স্বপন। তিনি এ বাসায় থাকেন না। এটি ভাড়া দিয়েছেন দীর্ঘদিন। তিনি জানান, প্রতিটি তলায় দুটি ইউনিট। প্রতি ইউনিটে রুম সংখ্যা ৩টি। এদিকে পাশের বাড়ির মালিক ওবায়দুর ইসলাম জানান, আগে তিনতলা ছিল এখন চারতলা করা হয়েছে। এ কারণে হয়ত চাপ পড়তে পারে।
×