ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যত্র দুর্ঘটনায় আরও ১১ জনের মৃত্যু

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ ॥ নিহত ৭

প্রকাশিত: ০৫:৩৪, ১০ জানুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ ॥ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-ট্রাক সংঘর্ষে সাতজন নিহত ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে রানা শরীফ (৪১) রয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গায় তিনজন, জয়পুরহাটে দুইজন এবং পাবনা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, চট্টগ্রামের পটিয়া ও ময়মনসিংহের ভালুকায় একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। আহত যাত্রী হাসান (৩০) ও আরিফুল ইসলাম (৩১) জানান, পাবনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী সরকার পরিবহন কুয়াশার কারণে সেতুর ওপর ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরও একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। এর ফলে ‘সরকার পরিবহন’ সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই কমপক্ষে চারজন নিহত ও ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এরপর ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফের মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে সেটিও দুর্ঘটনার কবলে পড়লে তিনি আহত হন। টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে দমকল বাহিনী ও সেতু থানা এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উদ্ধার করতে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে পুলিশ ও দমকল বাহিনীর দুটি পিকআপ ধাক্কা খেয়ে সেতু পশ্চিম থানার চালক ও কনস্টেবল এবং দমকল বাহিনীর তিন সদস্যসহ পাঁচজন আহত হন। একই স্থানে পরপর কয়েকটি দুর্ঘটনায় আরও ছয়জনসহ প্রায় ৩০ জন আহত হন। হতাহতরা অধিকাংশই বাস যাত্রী। তাদের মধ্যে উদ্ধারে অংশ নেয়া দু’জন পুলিশ ও দমকল বাহিনীর তিন সদস্যও রয়েছেন। এরা হলেন, বঙ্গবন্ধু সেতু থানার পুলিশ সদস্য সেলিম রেজা (৩৫), গাড়িচালক মকবুল হোসেন (৩৯), দমকল বাহিনীর সদস্য মনির হোসেন, রফিকুল ইসলাম ও মামুন হোসেন। এছাড়া সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেলযোগে ঘটনান্থলে যাওয়ার পথে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি রিংকু কু-ু, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন আশরাফুল ইসলাম ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন নাজমুল হাসান আহত হন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাকবলিতদের দেখতে হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আকরামুজ্জামান জানান, মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে শনিবার বাদ মাগরিব ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা শেষে পূর্ব টেংরী কেন্দ্রীয় কবরস্থানে রানা শরীফের দাফন সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদার জয়রামপুর এলাকায় দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স ও চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দর্শনা ডিলাক্সের চালক দুলাল ও পূর্বাশা পরিবহনের ড্রাইভার শান্তি নিহত হন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দর্শনা ডিলাক্সের হেলপার আরজ আলী নিহত হন। আহত হেলাল, হালিমা, আকতার, আসাদ, কুহেলি, শাহিনা ও বেলি খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জয়পুরহাট ॥ আক্কেলপুরের আওয়ালগাড়ী ও পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুর এলাকায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আওয়ালগাড়ীতে মোটরসাইকেল চালক বেলাল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হন। তিনি ক্ষেতলালের দেওগ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। আর পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুরে মোটরসাইকেলে হিলি যাবার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় কায়েম উদ্দিনের পুত্র সুমন। পাবনা ॥ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার মনোহরপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী সুইট নিহত ও দু’জন আহত হয়েছেন। এতে আরও দু’জন আহত হন। এদিকে সকাল ৯টার দিকে সুজানগর থানার একটি পিকআপ ভ্যান পাবনা শহরে আসার সময় পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার ‘আকিজ জুট মিল’র সামনে পৌঁছালে নগরবাড়ীমুখী ‘শোভন পরিবহন’ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন আল মাহমুদ, আব্দুস সবুর ও রুহুল আমিন। দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বালিভর্তি ট্রলিচাপায় তুজাম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার সকাল সাড়ে সাতটায় কসবায় ট্রাকচাপায় সিএনজি চালক দুলাল মিয়া (৪২) নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী কাঠের পুল কালামুড়িয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ভালুকা ॥ ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা কাঠালি রাসেল মিলের সামনে শনিবার বিকেলে মাইক্রোবাস চাপায় রোকেয়া বেগম (৫২) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভালুকার কাঠালি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বাগেরহাট ॥ শনিবার সন্ধ্যায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বাগেরহাট থেকে যাবার সময় তার ওড়না ইজিবাইকের বসার টুলের ফাঁক দিয়ে মেশিনে পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে তাঁর মৃত্যু হয়। পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় পিকআপের ধাক্কায় আবদুল হক (৭০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের বাসিন্দা। শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়ায় বিনিনিহারার বোর্ড অফিস এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা আবদুল হক উপজেলার বিনিনিহারা গ্রামের নিজের ধানক্ষেত দেখে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে বেলা দেড়টার দিকে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×