ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রতমিাসইে বাড়ছে র্কমসংস্থান

প্রকাশিত: ০৪:৩৯, ১০ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রতমিাসইে বাড়ছে র্কমসংস্থান

র্অথনতৈকি রপর্িোটার ॥ ২০১৫ সালরে প্রায় প্রতমিাসইে বড়েছেে র্মাকনি যুক্তরাষ্ট্ররে র্কমসংস্থান। সদ্য সমাপ্ত ওই বছররে শষে মাসে নতুন র্কমসংস্থান হয়ছেে ২ লাখ ৯২ হাজার, যা এর আগরে মাসরে তুলনায় ৮১ হাজার বশে।ি যুক্তরাষ্ট্ররে সংবাদমাধ্যম হাফংিটন পোস্টরে এক প্রতবিদেনে জানানো হয়ছে,ে ডসিম্বেরে নতুন র্কমসংস্থান সৃষ্টি হলওে বকোরত্বরে হার ৫ শতাংশে স্থতিশিীল রয়ছে।ে নবম্বেরওে এই হার ৫ শতাংশে ছলি। র্মাকনি শ্রম সংস্থার প্রতবিদেন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ৩ মাস ধরে বকোরত্বরে হার ৫ শতাংশে রয়ছে।ে তবে প্রতি মাসইে নতুন র্কমসংস্থান সৃষ্টি হয়ছেে সখোন।ে প্রতবিদেনে আরও জানানো হয়ছে,ে যুক্তরাষ্ট্রে অক্টোবর ও নবম্বেরে সম্মলিতিভাবে র্কমসংস্থান বড়েছেে ৫০ হাজার। শুধু নবম্বেররে তুলনায় ডসিম্বেরে র্কমসংস্থান বড়েছেে ৮১ হাজার। ২০১৫ সালরে ডসিম্বেরে যুক্তরাষ্ট্রে নতুন র্কমসংস্থান হয়ছেে ২ লাখ ৯২ হাজার, যা এর আগরে মাসরে তুলনায় ৮১ হাজার বশে।ি দশেটরি র্অথনীতবিদিরা মনে করছনে, শ্রমবাজারে যে গতি এসছেে তাতে যুক্তরাষ্ট্ররে র্অথনতৈকি মন্দা কাটয়িে উঠতে বশেি সময় লাগবে না। এর কারণ হসিবেে তারা ব্যাখ্যা দয়িছেনে, চীনরে র্অথনীতরি মন্থর গতি এবং পুঁজবিাজাররে ওঠানামা। অন্যদকি,ে যুক্তরাষ্ট্ররে র্অথনতৈকি স্থতিশিীলতা বজায় থাকায় ২০১৫ সালরে প্রায় প্রতমিাসইে র্কমসংস্থান বড়েছে,ে বড়েছেে দশেটতিে বসবাসকারী মানুষরে ক্রয় ক্ষমতাও। এ বছর বশ্বি প্রবৃদ্ধি ২.৯ শতাংশ হতে পারে ২০১৬ সালে বশ্বিরে প্রবৃদ্ধি হতে পারে ২ দশমকি ৯ শতাংশ। আর ২০১৭ সালে হতে পারে ৩ দশমকি ২ শতাংশ। সম্প্রতি একটি গবষেণা রপর্িোটে এমনই র্পূবাভাস দয়িছেে জাতসিংঘ। ২০১৫ সালে বশ্বি প্রবৃদ্ধি হয়ছেে ২ দশমকি ৪ শতাংশ, যা জাতসিংঘরে র্পূবাভাসরে চয়েে অনকে কম। মূলত নত্যিপণ্যরে দরপতন, বাজারে নগদ র্অথরে প্রবাহ এবং মুদ্রার মানে অস্থতিশিীলতার কারণে গলেো বছর প্রবৃদ্ধওি কম হয়ছে।ে তবে নত্যিপণ্যরে দরপতন, আমদান-িরফতান,ি সামষ্টকি র্অথনীত,ি মুদ্রা বনিমিয় হার এবং বনিয়িোগ ও উন্নয়ন- এ বষিয়গুলো আগামী ২ বছর বশ্বি প্রবৃদ্ধকিে প্রভাবতি করবে বলওে র্পূবাভাস দয়িছেে জাতসিংঘ। -র্অথনতৈকি রপর্িোটার র্স্বণরে আর্ন্তজাতকি বাজারওে ধাক্কা টানা ৯ সপ্তাহ র্উধমুখী থাকার পর শুক্রবার হঠাৎ ধাক্কা খয়েছেে র্স্বণরে বাজার। বশিষেজ্ঞরা বলছনে, টানা ৮ দনি পর শুক্রবার ঘুরে দাঁড়ায় চীনরে ইউয়ান। এদনি দশেটরি পুঁজবিাজারও ছলি র্উধমুখী। আর এর সামগ্রকি প্রভাব পড়ে র্স্বণরে বাজার।ে ফলে দাম কছিুটা কমছে।ে এদনি আর্ন্তজাতকি বাজারে আউন্সপ্রতি স্পট গোল্ডরে দাম ০.৭ শতাংশ কমে বক্রিি হয় ১ হাজার ১০১.৭১ ডলারে (এক আউন্স=২.৪৩ ভর)ি। রয়র্টাসরে এক খবরে বলা হচ্ছ,ে এদনি আর্ন্তজাতকি বাজারে আউন্সপ্রতি স্পট গোল্ডরে দাম ০.৭ শতাংশ কমে বক্রিি হয় ১ হাজার ১০১.৭১ ডলারে (এক আউন্স=২.৪৩ ভর)ি। এর আগরে সশেনে এই দর ছলি ১ হাজার ১১২ ডলার, যা গত ৪ নবম্বের থকেে র্সবােচ্চ দাম। আগামীতে ডলেভিারি হতে যাওয়া ইউএস গোল্ডরে দরও এদনি ৯ সপ্তাহ পর ধাক্কা খলে। প্রসঙ্গত, গলে সপ্তাহে অনকেটা ধকল গছেে চীনরে পুঁজবিাজার।ে ব্যাপক দরপতনে গত ৪ দনিরে মধ্যে ২ দনিই লনেদনে বন্ধ করতে বাধ্য হয়ছেে র্কতৃপক্ষ। -র্অথনতৈকি রপর্িোটার
×