ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনার বিচার শুরু কাল

প্রকাশিত: ০৪:৩১, ১০ জানুয়ারি ২০১৬

স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনার বিচার শুরু কাল

দুর্নীতির অভিযোগে স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনা ও তার স্বামীর বিচার সোমবার শুরু হতে যাচ্ছে। ক্রিস্টিনা রাজা ষষ্ঠ ফিলিপের বোন। ফলে মামলাটি এতই গুরুত্বপূর্ণ যে এটি আবারও স্পেনের রাজপরিবারের মর্যাদা ক্ষুণœœ করতে পারে। রাজপরিবারের এ দম্পতি এবং অভিযুক্ত অপর ১৬ জনের বিরুদ্ধে করা এ গুরুত্বপূর্ণ মামলার বিচার ভূমধ্যসাগরীয় মালোর্কা দ্বীপের পালমায় একটি আদালতে জুন পর্যন্ত চলবে। সেখানে সমুদ্রের পাশে স্পেনের রাজপরিবারের অবকাশ যাপনের একটি প্রাসাদ রয়েছে। ১৯৭৫ সালে একনায়ক জেনারেল ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর মৃত্যুর পর রাজতন্ত্র পুনর্বহাল হওয়া থেকে আজ পর্যন্ত ক্রিস্টিনা (৫০) হচ্ছেন ফৌজদারি অভিযোগের মুখে পড়া রাজপরিবারের প্রথম সরাসরি সদস্য। -এএফপি স্বল্পমাত্রায় জেনন গ্যাস শনাক্ত করেছে দঃ কোরিয়া দক্ষিণ কোরিয়ার আনবিক নিরাপত্তা সংস্থা শুক্রবার জানিয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর পর তারা সামান্য মাত্রায় জেনন গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে। ওই পরীক্ষার কারণেই জেনন গ্যাস পাওয়া গেছে কিনা, তা নিশ্চিত হতে আরও নমুনা সংগ্রহ এবং সেগুলো বিশ্লেষণ করা প্রয়োজন বলে জানায় তারা। খবর ওয়েবসাইটের। উত্তর কোরিয়া গত বুধবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়। দুই ফিলিস্তিনী ছুরি হামলাকারী গুলিতে নিহত দখলকৃত পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে শনিবার দুই ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলী সৈন্যরা। ওই ফিলিস্তিনীরা সৈন্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, জর্দান ভ্যালির উত্তরে এই হামলা চালানো হয়। ১ অক্টোবর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোকদের লক্ষ্য করে চালানো ফিলিস্তিনীদের ছুরিকাঘাত, গাড়িচাপা ও বন্দুক হামলায় ২২ ইসরাইলী, এক মার্কিন নাগরিক ও এক ইরিত্রিয়ান নিহত হয়েছে। একই সময়ে ইসরাইলী বাহিনীর গুলিতে ১৪৬ ফিলিস্তিনী নিহত হয়। হামলা প্রতিহত করতে ইসরাইল নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। খবর এএফপির। ওই নারী মুখপাত্র বলেন, শুক্রবার রাতে সৈন্যরা পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি বাড়ি ধ্বংস করেছে। বাড়িটি একজন ফিলিস্তিনীর। ইসরাইলের এক ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করার পর ৩ অক্টোবর ওই ফিলিস্তিনী গুলিতে নিহত হয়।
×