ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঠানকোর্ট হামলা

ভারতের কাছে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে পাাকিস্তান

প্রকাশিত: ০৪:৩০, ১০ জানুয়ারি ২০১৬

ভারতের কাছে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে পাাকিস্তান

পাঠানকোট হামলায় পাকিস্তান ভিত্তিক কোন জঙ্গী সংগঠন জড়িত ছিল কি না সে বিষয়ে বাস্তব প্রমাণ চেয়েছে ইসলামাবাদ। জইশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানে বসে ভারতে হামলার ছক কষেন বলে ভারতের করা অভিযোগের জবাবে পাকিস্তান একথা বলেছে। খবর ডন অনলাইনের। পাকিস্তানের একজন শীর্ষ কর্মকর্তা ডন পত্রিকাকে বলেছেন, পাঠানকোট সংশ্লিষ্টতায় পাকিস্তান কোন সংগঠনের বিষয়ে পদক্ষেপ নিতে হলে এ বিষয়ে বাস্তবসম্মত প্রমাণ দরকার। ভাসাভাসা অভিযোগের ওপর ভিত্তি করে কোন ব্যবস্থা নেয়া যায় না। পাঠানকোট হামলার বিষয়ে ভারতের কাছ থেকে বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শুক্রবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ওই কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘কেবল ভাষাভাষা ক্লু নয় এ বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ প্রয়োজন। যেসব তথ্য হাতে এলে আমাদের আইন অনুযায়ী অগ্রসর হতে পারি।’ তিনি জানান, পাকিস্তান এ বিষয়ে ‘কার্যকর গোয়েন্দা তথ্য চায়’। ভারতের কাছ থেকে প্রাথমিক তথ্যগুলো আসার পরই নওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ভারত পাকিস্তানকে জানিয়েছে, জয়শ ই মোহাম্মদ এই হামলার পেছনে দায়ী। এই সংগঠন ও এর সব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। পাক প্রধানমন্ত্রীর বাসভাবনে অনুষ্ঠিত নিরাপত্তা বৈঠকের পর দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ভারতের দেয়া তথ্য পর্যালোচনা এবং এ বিষয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশ থেকে সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলে রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো এক যোগে কাজ করে যাবে। এ বিষয়ের চলতি মাসের ১৫ তারিখ দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। মেক্সিকোর কারা পালানো মাদক সম্রাট গুজম্যান ফের গ্রেফতার মেক্সিকোর সুরক্ষিত কারাগার থেকে ছ’মাস আগে পালিয়ে যাওয়া মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানকে গ্রেফতার করা হয়েছে। গুজম্যানকে ধরতে শুক্রবার উপকূলীয় এলাকায় সেনা, নৌ ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয় এই অভিযানে এক নৌসেনাসহ পাঁচজন নিহত হয়েছে। খবর বিবিসির। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়াতো টুইটারে এক বার্তায় জানান, অভিযান সফল হয়েছে। আমরা তাকে ধরতে পেরেছি। গুজম্যানের গ্রেফতারকে আইনের শাসনের জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের অপরাধ দমনে মেক্সিকানদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। গুজম্যান হলেন বিশ্বের তালিকাভুক্ত মাদক সম্রাট। এ মাদক সম্রাটের সিনালোয়া কার্টেল মেক্সিকো ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে কোকেন, হিরোইন, মারিজুয়ানা এবং মেথাম্ফেটামাইন পাচারের সঙ্গে যুক্ত। তিনি জেল থেকে পালানোর জন্য ১.৫ কিলোমিটার (১ মাইল) একটি সুড়ঙ্গ খোঁড়েন।
×