ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিপাবলিকান সদস্যের আশা

ব্যক্তিগত সার্ভার ব্যবহারের জন্য হিলারির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে

প্রকাশিত: ০৪:২৯, ১০ জানুয়ারি ২০১৬

ব্যক্তিগত সার্ভার ব্যবহারের জন্য হিলারির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে

সরকারী কাজে ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহারের জন্য বিচার দফতর প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে একজন রিপাবলিকান দলীয় সদস্য আশা প্রকাশ করেছেন। কানসাস থেকে নির্বাচিত ওই রিপাবলিকান সদস্যের নাম মাইক পম্পেও। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের বেনগাজি কমিটির সদস্য। খবর ওয়েবসাইটের। পম্পেও মনে করেন, হিলারিকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তিনি বলেছেন, হিলারি ব্যক্তিগত সার্ভারে বিশাল পরিমাণ সরকারী তথ্য গোপনে সংরক্ষণ করেন। তিনি বলেন, গোপনীয় তথ্য সংরক্ষণ করা ও পাঠানোর কাজটি করেন হিলারি। বিচার দফতর বা এফবিআই কত দ্রুততার সঙ্গে এ কাজ সম্পন্ন করে, তা নিয়ে পম্পেও উৎকণ্ঠিত বলে জানিয়েছেন। তার কথায়, অভিযোগ করা হলে একজন গ্র্যান্ড জুরি হিলারিকে বিচার করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, ‘আমি মনে করি এখন একটি প্রশ্নেরই কেবল উত্তর জানা বাকি আছে এবং আমি আশা করি এফবিআই দ্রুত এ ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে পারবে। উল্লেখ্য, পম্পেও প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিভাগীয় কমিটিতেও কাজ করেছেন। এর আগে প্যানেল শুক্রবার সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটাকে প্রায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। প্যানেটা ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারিকে সমর্থন করেছেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলীয় নেতা কেভিন ম্যাকার্থি কয়েক মাস আগে বলেছিলেন, জনমত সমীক্ষায় হিলারির জনপ্রিয়তা পড়ে যাওয়ার নেপথ্যে প্রতিনিধি পরিষদের বেনগাজি কমিটির অবদান রয়েছে। হিলারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১২ সালে বেনগাজির মার্কিন কনস্যুলেটে হামলা হয়েছিল। এদিকে বেনগাজি কমিটিতে মেরিল্যান্ড থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক সদস্য এলিজা কামিংস বলেছেন, পম্পেও’র মন্তব্য দুর্ভাগ্যজনক। রিপাবলিকান সদস্যরা যে হিলারির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছেন সে বিষয়ে প্রমাণ আছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, কমিটি গঠন করা হয়েছে, সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য নয়।
×