ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষতা উন্নয়নে বাংলাদেশে আসছে ভারতের ‘গ্লোবসিন’

প্রকাশিত: ২১:১০, ৯ জানুয়ারি ২০১৬

 দক্ষতা উন্নয়নে বাংলাদেশে আসছে ভারতের ‘গ্লোবসিন’

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশি তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে ৭০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে ‘গ্লোবসিন স্কিলস’ নামের কলকাতাভিত্তিক একটি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাহুল দাশগুপ্ত জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘আর্নস্ট অ্যান্ড ইয়ং’ এবং ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের’ সঙ্গে মিলে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে। গ্লোবসিনের প্রশিক্ষকরা বাংলাদেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, আইটিইএস, যোগাযোগ (ইংরেজি ভাষায় দক্ষতাসহ) ব্যাংকিং, ডিজিটাল মার্কেটিং, রিটেইল, সৌন্দর‌্য ও স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশগুলোর তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতকে দক্ষ জনশক্তির অন্যতম উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। এরই অংশ হিসেবে ‘গ্লোবসিন’ প্রতিবেশী দেশগুলোয় অন্তত ১০০ প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে বলে জানান রাহুল দাশগুপ্ত। আর তাদের পরিকল্পনায় প্রথমেই রয়েছে বাংলাদেশ। “আমরা দক্ষতা উন্নয়নে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন বিভাগের সঙ্গে কাজ করেছি। এখন প্রধানমন্ত্রী আগ্রহ আমরা যেন প্রতিবেশী দেশগুলোতেও কাজ করি এবং এক্ষেত্রে বাংলাদেশেই আমরা প্রথম কাজ শুরু করতে যাচ্ছি,” বলেন রাহুল। গ্লোবসিনে একঝাঁক বাংলাভাষী প্রশিক্ষক থাকায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে থেকে প্রথমেই বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব প্রশিক্ষকের জন্য বাংলাদেশে কাজ করাটা সহজ হবে বলে মনে করেন রাহুল। গ্লোবসিন বিজনেস স্কুল পরিচালনাকারী গ্রুপের একটি প্রতিষ্ঠান ‘গ্লোবসিন স্কিলস’ ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ভারতের শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে ফেলার অন্যতম পথিকৃৎ।
×