ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাজার দর

সয়াবিন তেল ডাল ও চিনির দাম বেড়েছে, কমেছে পেঁয়াজ ॥ চাল আটা অপরিবর্তিত

প্রকাশিত: ০৮:৩৩, ৯ জানুয়ারি ২০১৬

সয়াবিন তেল ডাল ও চিনির দাম বেড়েছে, কমেছে পেঁয়াজ ॥ চাল আটা অপরিবর্তিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ বাড়ায় কাঁচা বাজারে স্বস্তি মিলছে শীতকালীন সবজিতে। সয়াবিন তেল, ডাল ও চিনির দাম বেড়েছে। কমেছে পেঁয়াজের দাম। চাল ও আটার দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর ফকিরাপুল, মালিবাগ এবং কাওরান বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, চাষীদের কাছে মসুর ডালের মজুদ শেষ। ব্যবসায়ীদের মজুদও শেষের পথে। আর আন্তর্জাতিক বাজারেও দাম বাড়তি। তাই বাড়ছে মসুর ডালের দাম। মাঘ মাসের শেষ দিকে নতুন মৌসুমের ডাল বাজারে আসলে দামও কমে আসবে। টিসিবির হিসাবে দেখা গেছে, শুক্রবার প্রতিকেজি মসুর ডাল মানভেদে ৯৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে এই ডালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যার দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। তবে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় এই পণ্যের দাম এখন এক বছরের মধ্যে সবচেয়ে কম। শুক্রবার ২৫ টাকা কেজি দরে দেশী পেঁয়াজ পাওয়া গেছে। গত সপ্তাহে যার দাম ছিল ৩০ টাকা। আর এক বছর আগে বিক্রি হয় ৪০ টাকায়। আলুর দামও কমে প্রতিকেজি ২২ থেকে ২৫ টাকায় এসেছে। গত সপ্তাহে বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। ৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি কাঁচা মরিচ। গত সপ্তাহে যা ছিল ৫০ টাকা। এছাড়া শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, শালগম, টমেটো, মুলা, গাজর ও শসার দামে গত সপ্তাহের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি শুল্ক বাড়ায় চিনির দাম এবং শীতে চাহিদা বাড়ায় সয়াবিন তেলের দাম বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে সর্বোচ্চ ৮৮ টাকায় বিক্রি হয়। এদিন চিনির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে এক টাকা বেড়ে ৪৭ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
×