ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপহরণের ছয় দিন পর সাভারে ইঞ্জিন মিস্ত্রির লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৭, ৯ জানুয়ারি ২০১৬

অপহরণের ছয় দিন পর সাভারে ইঞ্জিন মিস্ত্রির  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ জানুয়ারি ॥ সাভারে একটি সিএনজি পাম্পের ময়লার স্তূপ থেকে অপহরণের ৬ দিন পর অপহৃত ইঞ্জিন মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তেলের পাম্পটি ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার সন্ধ্যায় সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকার ‘এন.আর.’ সিএনজি পাম্পের পাশে ময়লার স্তূপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইঞ্জিন মিস্ত্রি আসিফ পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর গ্রামের মৃত কালু সরদারের ছেলে। জানা গেছে, বলিয়ারপুর এলাকার ‘শ্যামলী’ পরিবহনের ইঞ্জিন মিস্ত্রি আসিফ সরদার রতন ৩ জানুয়ারি ‘এন.আর.’ সিএনজি পাম্প থেকে অপহৃত হন। শুক্রবার সন্ধ্যার ঘটনার পর শ্যামলী পরিবহনের মালিকের ভাইয়ের শ্যালক সৃষ্টি ঘোষকে দায়ী করে রাতে পরিবহনের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তেলের পাম্প ও বেশ কিছু গাড়ি ভাংচুর করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×