ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক মঞ্চের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৬:১২, ৯ জানুয়ারি ২০১৬

সাংস্কৃতিক মঞ্চের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ‘সংস্কৃতি মঞ্চ’। শিশু কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতা, গান ও নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে সম্প্রতি উদ্যাপন করা হয় সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। সংগঠনের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য-সচিব তজম্মুল হোসেন আখতার, রাগেবুল রেজা, হোসনে আরা রীমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন একে আজাদ। আলোচনা পর্বে লিয়াকত আলী লাকী বলেন, বাঙালী জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা আমাদের এই সংস্কৃতি হাজার বছরের পুরানো। সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ, অসাম্প্রদায়িকতার মতো মহৎ চিন্তা- চেতনায় সমৃদ্ধ এই সংস্কৃতি। বাঙালী সংস্কৃতি আমাদের আত্ম-পরিচয়ের স্মারক। আমাদের জীবনে নিত্য প্রাসঙ্গিক। সুজেয় শ্যাম বলেন, বাঙালী সংস্কৃতি আমাদের অহঙ্কার। ঐতিহ্যের স্মারক এই সংস্কৃতি আমাদের জাতীয় জীবনের সকল অন্ধকার সময়ে আলোর পথ দেখিয়েছে। ইতিহাসের প্রতিটি বাঁক বদলে আমরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয় জাগরণ ঘটিয়ে পরাজিত করেছি সকল অশুভ শক্তিকে। ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে আমাদের গান, কবিতা, নাটক অসামান্য ভূমিকা রেখেছে। আলোচনা শেষে সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান ও ‘টাকার রঙ কালো’ নামে একটি নাটক মঞ্চস্থ হয়।
×