ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় কুমার শানুর কনসার্ট ৩০ জানুয়ারি

প্রকাশিত: ০৬:১০, ৯ জানুয়ারি ২০১৬

ঢাকায় কুমার শানুর কনসার্ট ৩০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দর্শকের মুখোমুখি হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নব রাত্রী হলে ৩০ জানুয়ারি এ শিল্পীর একক কনসার্ট হবে। ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ শিরোনামের এ কনসার্টের আয়োজন করেছে বে এন্টারটেইমেন্ট। বে এন্টারটেইনমেন্টের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, সবকিছু ঠিক থাকলে ২৯ জানুয়ারি রাতে ঢাকায় এসে পৌঁছবেন কুমার শানু। উঠবেন ওয়েস্টিন হোটেলে। পরের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন এবং কনসার্ট চলবে রাত সাড়ে ১১টা র্পযন্ত। নির্ধারিত টিকিটের বিনিময়ে দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। প্লাটিনাম, গোল্ড ও সিলভার তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল রাখা হয়েছে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা। টিকিট পাওয়া যাবে রাজধানীর সব স্বপ্ন সুপারশপ, আলমাস গুলশান ব্রাঞ্চ, এবাকাস রেস্টুরেন্ট গুলশান, নর্থ ওয়েস্ট এভিয়েশন গুলশান ব্রাঞ্চ ও টিকিট চাই ডট কমে। জনপ্রিয় এ শিল্পী টালিউড ও বলিউডের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। ১৯৯০ সালে ‘আশিকী’ চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরচিালক নাদমি-শ্রাবন খুঁজে নেন কুমার শানুকে গান গাওয়ার জন্য। এরপর বলিউড একে একে ‘এক সানাম চাহিয়ে’, ‘তু মেরি জীন্দেগি হ্যায়’, ‘পারদেশী পারদেশী’, ‘নাজার কে সামনে’র মতো তার কাছে পেয়েছে অনেক জনপ্রিয় সিনেমার গান। কুমার শানু পাঁচবার পুরুষ গায়ক হিসেবে ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড জিতে রেকর্ড গড়েছেন।
×