ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন আঙ্গিকে ‘সোনাই মাধব’

প্রকাশিত: ০৬:০৯, ৯ জানুয়ারি ২০১৬

নতুন আঙ্গিকে ‘সোনাই মাধব’

স্টাফ রিপোর্টার ॥ নতুন আঙ্গিকে আবারও মঞ্চে ‘সোনাই মাধব’। লোক নাট্যদলের দর্শক নন্দিত প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত হয়েছে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। দীর্ঘ বিরতীর পর লোক নাট্যদল নতুন আঙ্গিকে আবারও মঞ্চে এনেছে এই নাটকটি। ১৯৯৩ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে, তখন এই নাটকের নারী চরিত্রগুলিতে ছেলেরা অভিনয় করত কিন্তু নতুন আঙ্গিকে এবার ‘সোনাই মাধব’ নাটকটিতে নারী চরিত্রগুলিতে নারীরাই অভিনয় করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটাল হলে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথমবারের মত দর্শকদের জন্য নাটকটির প্রদর্শনী হবে। নাটকটি পরিকল্পনা, নির্দেশনা ও সঙ্গীত পরিচালনা, কিছু গানের সুর ও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন লোক নাট্যদলের অধিকর্তা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাটকে ব্যবহৃত কিছু গানের সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী। সোনাই ও মাধবের প্রেম এবং চির বিচ্ছেদের কাহিনী নিয়েই নাটক। বাবা ও ভাইহারা মায়ের একমাত্র সন্তান সোনাই। তার মা তাকে তার মামার কাছে রেখে আসে সুন্দর ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেয়ার জন্য। ঘটকের আনা কোন পাত্রই মামা-মামীর পছন্দ হয় না। এরই মধ্যে সোনাইয়ের সঙ্গে মাধবের দেখা হয়, হয় পরিচয় এবং প্রেম। নিরবে চলে দেখাশুনা, চিঠি আদান প্রদান। এ গ্রামে ভাবনা নামের এক দেওয়ানের অত্যাচারে সুন্দরী মেয়েরা ঘরের বাইরে যেতে পারতো না। সে বাঘরার মাধ্যমে জানতে পারে সোনাইয়ের কথা এবং মামার কাছে যায়। মামা প্রথমে সোনাইকে ভাবনার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না, পরে মৃত্যুর ভয় দেখালে সে বলে দেয় নদীতে জল আনতে গেলে যেন সোনাইকে সে বজরায় তুলে নেয়। ভাবনা তাই করে। বজরা থেকে মেয়ে কান্না আসছে শুনে মাধব তাকে উদ্ধার করে এবং দেখে সে মেয়ে তারই সোনাই। ঘরে নিয়ে আসে, বিয়ের আয়োজন করে। কিন্তু দেওয়ান মাধবের বাবাকে ধরে নিয়ে যায়, তাই বাবাকে উদ্ধার করার জন্য মাধব যায় দেওয়ানের কাছে। সোনাই এক বছর একা থাকে ঘরে। তার পর ফিরে আসে তার শ্বশুর, বলে সোনাই না গেলে মাধবকে ছেড়ে দেবে না। বাধ্য হয়ে সোনাই যায় মাধবকে ছাড়াতে। দেওয়ান মাধবকে ছেড়ে দিয়ে ঘরে এসে দেখে সোনাই বিষ পানে আত্মহত্যা করেছে। কাহিনী শেষ হয় মাধবের হাহাকারে, সে নদীর ঘাটে বসে সোনাইকে ডেকে চলে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকসানা আক্তার রূপসা, জাহিদুল কবির লিটন, লিয়াকত আলী লাকী, রহিমা খাতুন নীলা, উম্মে মরিয়ম রুমা, কিশোয়ার জাহান, মোমিন মিয়া, সূচিত্রা রানী সূত্রধর, আব্দুল্লাহেল রাফি তালুকদার, শায়লা আহমেদ, মাহাবুব তনয়, রওশন হোসেন, মামুন হোসেন, তাল্বিদা আলী মীম, রাবেয়া বস্রী সূচনাও আজমেরী এলাহী নীতি, মূসা রুবেল, মিজানুর রহমান, তাজুল ইসলাম মুন্সি। গ্রন্থিক লিয়াকত আলী লাকী, মোমিন মিয়া, আব্দুল্লাহেল রাফি তালুকদার, মোমিন মিয়া, মো. রওশন হোসেন ও সাদমান তারিফ প্রত্যয়। সঙ্গীত ইয়াসমীন আলী, সাদমান তারিফ প্রত্যয়, মোমিন মিয়া, মো. জাহিদুল কবির লিটন, মো. মনিরুজ্জান, মো. নুরুজ্জামান বাদশা, এ.এফ.এম একরাম হোসেন, জাহাঙ্গীর, মো.কবির হাসান ও মো. রওশন হোসেন।
×