ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ড চন্দ্রনাথধাম আজ উন্নয়ন মহাপরিকল্পনার উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩১, ৯ জানুয়ারি ২০১৬

সীতাকুণ্ড চন্দ্রনাথধাম  আজ উন্নয়ন  মহাপরিকল্পনার  উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্বের সনাতন হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থ সীতাকু- চন্দ্রনাথধামের উন্নয়নে গ্রহণ করা হয়েছে মহাপরিকল্পনা। ইতিহাসপ্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী এই পীঠস্থানের সেই উন্নয়ন মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ শনিবার। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এছাড়া তিনি একটি সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন। সীতাকু- স্রাইন (তীর্থ) কমিটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সভাপতিত্ব করবেন উন্নয়ন মহাপরিকল্পনার প্রধান উদ্যোক্তা চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং স্রাইন কমিটির প্রশাসক মোঃ নুরুল হুদা। এছাড়া উপস্থিত থাকবেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, এম মঞ্জুর আলম, শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নুরুল আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল প্রমুখ।
×