ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৫:৩০, ৯ জানুয়ারি ২০১৬

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ॥ আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৮ জানুয়ারি ॥ দৌলতপুর সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফ গুলিবর্ষণ করেছে। তবে গুলিবর্ষণের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সীমান্তসংলগ্ন গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৮ নবীন সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জামালপুর গ্রামের ৪-৫ চোরাকারবারি ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ড্যান্টের আওতায় মেঘনা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে পর পর ৬-৭ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে প্রাণে বাঁচলেও গুলির শব্দে সীমান্তসংলগ্ন জামালপুর গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা ঘর থেকে রাস্তায় নেমে আসে। বিএসএফের গুলির শব্দ শুনে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন জামালপুর বিজিবি বিওপি’র টহল দল পাল্টা বিএসএফকে ধাওয়া দিলে তারা সীমান্ত এলাকা অতিক্রম করে ভারত ভূখ-ের মেঘনা সীমান্তে অবস্থান নেয়।
×