ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৯, ৯ জানুয়ারি ২০১৬

গাজীপুরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৮ জানুয়ারি ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি শুক্রবার গাজীপুরের কালীগঞ্জে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও পল্লী বিদ্যুতের ২৫০টি নতুন সংযোগ উদ্বোধন করেছেন। স্টেশন সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর দেশে অগ্নিকা-ের ঘটনায় অনেক জান ও মালের ক্ষয়-ক্ষতি হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশে ফায়ার সার্ভিসের যে মেশিন আনা হয়েছে তা দিয়ে ২০ তলা ভবনের অগ্নি নির্বাপন করা সম্ভব। আর বর্তমান সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে এ সেক্টরে আরও অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বহুতল ভবনের অগ্নি নির্বাপন করা সম্ভব হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। ওই অধিদফতরের উপ পরিচালক মোঃ মোজাম্মেল হকের পরিচালনায় বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান। পরে প্রতিমন্ত্রী উপজেলার দেওপাড়া, চৈতারপাড়া ও টহরদিয়া এলাকার ২৫০টি পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন।
×