ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৫:২৭, ৯ জানুয়ারি ২০১৬

ফাইনালে রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের শুরুটা ভাল হয়নি এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার। তবে শেষমুহূর্তে ঠিকই জ্বলে উঠেছিলেন তিনি। তিনটি ডব্লিউটিএ শিরোপা জিতে মৌসুম শেষ করেছিলেন পোল্যান্ডের এ টেনিসতারকা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রেখেছেন রাদওয়ানস্কা। নতুন বছরে নিজের প্রথম টুর্নামেন্টে দারুণ খেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। শুক্রবার শেনজেন ওপেনের সেমিফাইনালে এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৬-২ এবং ৬-৪ গেমে জার্মানির এ্যানা-লিনা ফ্রেইডসামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ এখন আমেরিকার এ্যালিসন রিস্কি। একই দিনে রিস্কি রাদওয়ানস্কার মতো একই ব্যবধানে পরাজিত করেন হুন্ডুরাসের টিমিয়া বাবোসকে। গত কয়েক মৌসুম ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার। কিন্তু কখনই নিজের সেরা লক্ষ্যে পৌঁছতে পারেননি। তবে গত দুই তিন মাস ধরে যেন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ২৬ বছর বয়সী এই তারকা। বিশেষ করে গত মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের পর থেকে। পরপর তিনটি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। প্যানপ্যাসিফিক ওপেন, টিয়ানজিন ওপেনের পর বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসের শিরোপাও নিজের করে নেন রাদওয়ানস্কা। এ সময়ের মধ্যে ২৫ ম্যাচ খেলে তার ২১টিতেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
×