ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেলে-ম্যারাডোনাই সেরা ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৫:২৭, ৯ জানুয়ারি ২০১৬

পেলে-ম্যারাডোনাই সেরা ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ এক সময় মাঠ কাঁপিয়েছেন পেলে-ম্যারাডোনা। নিজেদের ক্যারিয়ারকে রঙ্গিন করে জায়গা পেয়েছেন ইতিহাসের সোনালি পাতায়। কালের পরিক্রমায় বর্তমান বিশ্বেও দুই তারকার আবির্ভাব ঘটেছে। তারা হলেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রেকর্ডের পর রেকর্ড ভেঙ্গে নিজেদের ক্রমেই নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। তবে ব্রাজিলের আরেক কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডোর মতে, সবার উপরে পেলে-ম্যারাডোনার স্থান। যদিওবা ভূয়সী প্রশংসা করেছেন মেসি-রোনাল্ডোরও। সাবেক দুই কিংবদন্তি ফুটবলার প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘পেলে এবং ম্যারাডোনা আমাদের সবার চেয়েও অনেক বেশি ভাল ফুটবলার ছিলেন।’ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-দুজনই একই লীগে খেলছেন। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের জার্সিতে প্রতিনিয়তই চমক উপহার দিচ্ছেন তারা। গত মৌসুমে ত্রিমুকুট জিতে বার্সিলোনা। যেখানে অগ্রণী ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। গত বছর সবমিলিয়ে পাঁচটি শিরোপা জেতে আর্জেন্টাইন জাদুকরের ক্লাব। অন্যদিকে রোনাল্ডোর রিয়াল কোন শিরোপাই জিততে পারেনি। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্সে ঠিকই দ্যুতি ছড়িয়েছেন তিনি। ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোও দুজনকে আলাদা দৃষ্টিতে দেখেননি। বরং বার্সিলোনা এবং রিয়াল মাদ্রিদের দুই তারকার পারফর্মেন্সেই মুগ্ধ-বিমোহিত রোনাল্ডো। এ বিষয়ে ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো বলেন, ‘সে (মেসি) ভিন্ন গ্রহের ফুটবলার। ক্রিশ্চিয়ানোও (রোনাল্ডো) একই প্রকৃতির। কিন্তু আমার কাছে মেসিকেই অধিক পরিপূর্ণ মনে হয়েছে। সে অসাধারণ। আমি তাকে অন্য যে কোন খেলোয়াড়ের চেয়েও বেশি পছন্দ করি। সে যা করে তার সবকিছুই অনন্য। প্রকৃতপক্ষে তারা দুজনেই খুব ভাল এবং সক্রিয় ফুটবলার।’ দুই দিন পরই ঘোষণা করা হবে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম। এবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সেরা তিনে জায়গা করে নিয়েছেন নেইমারও। ২০১৫ ব্যালন ডি’অর জয়ের জন্য ফেবারিটদের তালিকায় রয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা মেসি। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা চারবার ফিফার এই পুরস্কার জিতেছেন এলএম টেন। এবারও তা জিতলে কেবল নিজেকেই ছাড়িয়ে যাবেন তিনি। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলের রোনাল্ডোকে। স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সিলোনা উভয় ক্লাবেই খেলেছেন তিনি। ২০১১ সালে বুট জোড়া তুলে রাখা ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন ইতালিয়ান সিরি’এ লীগের দুই মিলানের জার্সিতেও।
×