ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা প্রত্যাহার প্লাতিনির

প্রকাশিত: ০৫:২৭, ৯ জানুয়ারি ২০১৬

প্রার্থিতা প্রত্যাহার প্লাতিনির

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ হওয়া মিশেল প্লাতিনির ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়া নিয়ে ছিল সংশয়। আইনী লড়াই চালিয়ে গেলেও শেষপর্যন্ত কী হয় সেটা অজানা। এ কারণে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ফিফা সভাপতি পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার প্লাতিনি। আপাতত ৬০ বছর বয়সী প্লাতিনির লক্ষ্য নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিফা সভাপতি নির্বাচনে আমি দাঁড়াচ্ছি না। আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। ভোটারদের সঙ্গে দেখা করা, কথা বলা বা অন্য প্রার্থীদের সঙ্গে লড়াই করার মতো সময় আমার হাতে নেই। প্রার্থিতা প্রত্যাহারের পর আমি আত্মপক্ষ সমর্থনে নিজেকে নিয়োজিত করছি। ২০১১ সালে অবৈধভাবে ২০ লাখ ডলার লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সেপ ব্লাটার ও প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফার নৈতিকতাবিষয়ক কমিটি। তবে দুর্নীতির অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন প্লাতিনি।
×