ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এক মেসি, দুই নেইমার, তিন রোনাল্ডো!

প্রকাশিত: ০৫:২৬, ৯ জানুয়ারি ২০১৬

এক মেসি, দুই নেইমার, তিন রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র দু’দিন। এরপরই জানা যাবে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর বিজয়ীর নাম। সোমবার ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জানা যাবে ভাগ্যের শিকে ছিঁড়ছে কার। সেরার দৌড়ে পুরুষ ফুটবলারের মধ্যে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় আছেন বর্তমান সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমার। তবে বিজয়ীর নাম ঘোষণা করার আগেই হুলস্থুল কা- ঘটে গেছে। দু’দিন আগে জানা যায়, ভুলবশত ফিফা তাদের ওয়েবসাইটে বিজয়ীর নাম ঘোষণা করে ফেলেছে। সেখানে সেরা হিসেবে অনুমিতভাবে আছেন মেসি। তবে ঘটনা জানাজানি হওয়ার পর ওয়েবসাইট থেকে ফিফা সেটা সরিয়ে নিয়েছে এবং বিষয়টি অস্বীকারও করেছে। এর মাঝে ঘটেছে আরেকটি কা-। জোর গুঞ্জন, এবার টানা দুই বছরের ব্যর্থতা কাটিয়ে পঞ্চমবারের মতো ফিফা সেরা হতে যাচ্ছেন মেসি। এটি না হলেই বরং অঘটন হবে! কেননা গত বছর সম্ভাব্য সবই জিতেছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। কিন্তু দুই এবং তিনে থাকবেন কে সেটা নিয়েই বেশ কৌতূহল। এবারই প্রথমবারের মতো সেরা তিনে এসেছেন নেইমার। শোনা যাচ্ছে রোনাল্ডোকে টপকে দুইয়ে জায়গা পাবেন ব্রাজিলিয়ান অধিনায়ক। এমনটি নাকি স্বয়ং সি আর সেভেনই বলেছেন। গত নবেম্বরে এক সাক্ষাতকারে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা অকপটে বলেছেন, এবার ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি। গত বছর ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেও রোনাল্ডো জিততে পারেননি একটি ট্রফিও। এ কারণে স্বয়ং সি আর সেভেনের সন্দেহ, তিনি দুই নম্বরে থাকবেন না। মেসির সঙ্গে সমানতালে খেলা নেইমার দুই নম্বরে থাকবেন বলে মনে করছেন তিনি। আর এ কারণেই এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রোনাল্ডো থাকবেন না বলে ধারণা করা হচ্ছে। ১১ জানুয়ারি জুরিখে ফিফা ব্যালন ডি’অর ঘোষণা করা হবে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে সেরাদের। নারী ফুটবলারদের সেরা তিনে আছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড, জাপানের আয়া মিয়ামা ও জার্মানির সেলিয়া সাসিক। ইতোমধ্যে ভুলবশত ফিফার ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছেÑ পুরুষদের বিভাগে মেসি ও মেয়েদের বিভাগে সাসিকের হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। বার্সার হয়ে স্বর্ণসাফল্য এবং ৫৩ ম্যাচে ৪৮ গোল করে বাজিমাত করেছেন মেসি। আর ১১১ ম্যাচে ৬৩ গোল করা সাসিক ২০১৫ সালে দেশের হয়ে অবসর নেন। এ ঘটনার পর ফিফা তাদের অফিসিয়াল টুইটারে বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছে। ফিফা জানিয়েছে, দুপুরে যে লেখাটি আমাদের অফিসিয়াল ওয়েবপেজে আপলোড করা হয়, সেটি মিথ্যা। ২০১৫ সালের ব্যালন ডি’অর এখনও প্রকাশিত হয়নি। পরে আরেকটি টুইটের মাধ্যমে ফিফা জানায়, গত নবেম্বরের একটি লেখা ভুলবশত ওয়েবসাইটে চলে আসে। এটি টেকনিক্যাল সমস্যার জন্য হয়েছে। মেসি ও সাসিককে সেখানে ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখানো হয়। আসলে মেসি উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ পুরস্কার পেয়েছিলেন এবং সাসিক নারী ফুটবলার হিসেবে ওই পুরস্কার পেয়েছিলেন।
×