ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-উরুগুয়েতে ২০৩০ বিশ্বকাপ?

প্রকাশিত: ০৫:২৬, ৯ জানুয়ারি ২০১৬

আর্জেন্টিনা-উরুগুয়েতে ২০৩০ বিশ্বকাপ?

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর পূর্তি হবে ২০৩০ সালে। শত বছর পূর্তির বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও উরুগুয়েতে যৌথভাবে হওয়ার জোরালো সম্ভাবনা আছে। এমন আশাবাদের কথা ২০১৩ সালের জুলাইতে শুনিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট। আড়াই বছর পর এবার যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। উরুগুয়ের কোলোনিয়াতে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট তাবারে ভাসকেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি এ ইচ্ছার কথা জানান। ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। উরুগুয়ের মন্টেভিডিওতে ঐতিহাসিক ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিকরা। মাঠে উপস্থিত ৮০ হাজার দর্শক উরুগুয়ের বিজয়ের সাক্ষী হয়েছিল। বিশ্বকাপের শতবছর পূর্তিযজ্ঞকে স্মরণীয় করে রাখতে ফিফাও উরুগুয়ে ও আর্জেন্টিনায় ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের চিন্তাভাবনা করছে। কেননা প্রথম বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এই দুই দেশ। তাছাড়া স্বাগতিক ছিল উরুগুয়ে। এসব বিবেচনায় ফিফাও চাইছে আর্জেন্টিনা ও উরুগুয়েতে শতবর্ষ বিশ্বকাপ আয়োজন করতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। ওই একবারই বিশ্বকাপ আয়োজন করা উরুগুয়ে এরপর ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জেতে। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও একবারই বিশ্বকাপ আয়োজন করে ১৯৭৮ সালে। শতবছর পূর্তি বিশ্বকাপ তাই উরুগুয়ে ও আর্জেন্টিনা যৌথভাবে করার ইচ্ছার কথা জানিয়েছে।
×