ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে ক্যারিবীয় যুবারা

প্রকাশিত: ০৫:২৬, ৯ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে ক্যারিবীয় যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হবে অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসর। ২০০৪ সালের পর আবারও ছোটদের ক্রিকেটের সর্বোচ্চ এ টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে। এবারের আসরে অংশ নেবে ১৬ দল। যদিও অন্যতম শক্তিশালী ক্রিকেট অস্ট্রেলিয়া অনুর্ধ-১৯ দল নাম প্রত্যাহার করে নিয়েছে নিরাপত্তা শঙ্কার অজুহাতে। সে কারণে আয়ারল্যান্ডের যুব ক্রিকেট দল সুযোগ পেয়েছে অংশগ্রহণের। বাকি সব দলই যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। মূল লড়াই ২৭ জানুয়ারি শুরু হলেও দলগুলো প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ২২ জানুয়ারি থেকে। তাই আগেভাগেই দলগুলো বাংলাদেশে আসতে শুরু করবে। তবে সবচেয়ে আগে এলো ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল। শুক্রবার সকালে বাংলাদেশে এসে পৌঁছে ক্যারিবীয় যুবারা। মূলত স্বাগতিক যুবাদের বিরুদ্ধে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার জন্যই এত আগেভাগে আগমন তাদের। এবার যুব বিশ্বকাপ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের মোট ৮ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে ৪৮ ম্যাচের এ টুর্নামেন্ট চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগের ফরমেটেই চার গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ড খেলবে অংশগ্রহণকারী ১৬ দল। চার গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার লীগ পর্বে অংশ নেবে। আর বাকি দলগুলো খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপ। ২০০৪ সালে প্রথমবার স্বাগতিক হিসেবে থাকা বাংলাদেশ প্লেট চ্যাম্পিয়ন হয়েছিল, গত আসরেও তাই। অবশ্য এবার এর চেয়ে ভাল কিছু আশা করছে বাংলাদেশের যুবারা। সে লক্ষ্যে অনেক আগেভাগেই অনুশীলন শুরু করে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অধিনায়কত্ব করে অনন্য এক রেকর্ডও গড়তে চলেছেন তিনি। তিনি আশা করছেন প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করার। কোচ মিজানুর রহমান বাবুলও এবার ঘরের মাঠে অন্য যেকোন সময়ের চেয়ে সেরা সাফল্য বয়ে আনতে চাইছেন। এখন পর্যন্ত যুব বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের যুবারা। ২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলার মাঝপথেই দেশে ফিরে যায় তারা। কারণ চট্টগ্রামে অবস্থানের সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যে ক্যারিবীয় যুবাদের হোটেলের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছিল। তারপর আর দু’দলের মধ্যে সিরিজ হয়নি। এবার বিশ্বকাপের আগে দারুণ এক প্রস্তুতির সুযোগ পাচ্ছে তারা। স্বাগতিক দলের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয় দল। সে কারণে সবার আগে তারাই পা রেখেছে বাংলাদেশে। শুক্রবার পৌঁছেছে কর্মকর্তাসহ ২৫ সদস্যের ক্যারিবীয় যুব ক্রিকেট দল। ১১ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জাুনয়ারি শেষ দুটি ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
×