ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তর সইছে না আমিরের

প্রকাশিত: ০৫:২৫, ৯ জানুয়ারি ২০১৬

তর সইছে না আমিরের

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পথে আরও একধাপ এগিয়ে গেলেন বহুল আলোচিত পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। ক্যাম্পে ডাক পাওয়ার পরই মূলত প্রক্রিয়ার শেষধাপে পৌঁছে যান তিনি। ঝামেলা ছিল নিউজিল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে। কারণ অপরাধ করে সাজাপ্রাপ্ত কারও বেলায় দেশটিতে প্রবেশে বাধা-নিষেধ রয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) মধ্যে কূটনৈতিক তৎপরতায় জট খুলেছে। আজই দলের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে চড়বেন আমির। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কটিয়ে মাঠে নামতে তর সইছে না তার। নিজেকে উজাড় করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ওদিকে আমিরের কাছ থেকে মাঠ ও মাঠের বাইরে আরও ভাল কিছুর প্রত্যাশায় পিসিবি। ‘নিউজিল্যান্ডগামী বিমানে চড়তে আমার তর সইছে না। পাকিস্তানের হয়ে মাঠে নামতেও অধীর হয়ে আছি। পাকিস্তান এবং নিউজিল্যান্ড বোর্ড কর্তাদের ধন্যবাদ, তারা আমার জন্য অনেক করেছেন। ধন্যবাদ ভক্তদের। মাঠে ভাল খেলেই তাদের ভালবাসার প্রতিদান দিতে চাই’Ñ বলেন আমির। আমিরকে ভিসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগ। ফলে পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ড সফরে ২৩ বছর বয়সী পেসারের আর কোন বাধাই রইল না। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ফেয়ারফ্যাক্স’-এ জানানো হয়, আমিরের জন্য ভিজিট ভিসার অনুমোদন দেয়া হয়েছে। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘তাকে ভিসা দেয়ার সিদ্ধান্তটি নেয়ার পেছনে দুই বোর্ডের সমর্থন ছিল। এছাড়া আমির সাজা ভোগের পর যথাযথ নিয়মে মুক্তিও পেয়েছে। ফলে সমস্যা হয়নি।’ ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে আমিরকে তিন মাস জেল খাটতে (বয়স কম হওয়ায় কিশোর সংশোধন কেন্দ্রে) হয়। ফিরে আসা আমির তার ব্যবহার-চরিত্র দিয়ে মাঠ ও মাঠের বাইরে অনুকরণীয় হয়ে উঠবে বলে আশা পাকিস্তানের। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘অনেক হয়েছে। আশা করছি এবার যা করার সেটা আমির নিজেই করে দেখাবে। মাঠ ও মাঠের বাইরে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে। গোটা পাকিস্তান ওর দিকে তাকিয়ে।’ এ নিয়ে নাটক কম হয়নি। আমির ফেরায় ওয়ানডে অধিনায়ক আজহার এবং তারকা অলআউন্ডার মোহাম্মদ হাফিজ ক্যাম্প বর্জন করেছিলেন। শাহরিয়ারের মধ্যস্থতায় সেটির সুরাহা হয়। এখন করে দেখানোর কাজটা আমিরের। নিউজিল্যান্ড সফরে তিন টি২০ এবং সমানসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ১৫ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি২০ দিয়ে শুরু মাঠের লড়াই। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর দলে ফেরায় সিরিজে আমিরের ওপর বাড়তি দৃষ্টি থাকবে।
×