ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী নিষিদ্ধ হবেন গেইল!

প্রকাশিত: ০৫:২৫, ৯ জানুয়ারি ২০১৬

বিশ্বব্যাপী নিষিদ্ধ হবেন গেইল!

স্পোর্টস রিপোর্টার ॥ অশালীন মন্তব্য করায় ক্রিস গেইলকে ঘিরে বিতর্কের ঝড়টা যেন থামছেই না। কেবল বিগ ব্যাশ বা অস্ট্রেলিয়া নয়, ক্যারিবিয়ান এই তারকাকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হোক- এমনটাই চাইছেন সাবেক অসি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে প্রস্তাব রেখে তিনি বলেছেন, সিএ’র উচিত এখনই গেইলকে নিজেদের ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা এবং নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে এটি উত্থাপন করা। যাতে আইসিসি তাদের ক্ষমতা বলে বিশ্বের প্রতিটি দেশের ঘরোয়া টুর্নামেন্ট থেকে তাকে নিষিদ্ধ করতে পারে। ‘সিএ যদি বিগ ব্যাশের ক্লাবগুলোকে বলে যে, আগামী বছর থেকে গেইলের সঙ্গে আর চুক্তি নয়, তাহলে ভাল লাগবে। আরও ভাল হবে যদি তারা বলে, বিশ্বব্যাপীই এটা করা উচিত!’ একের পর এক অশালীন আচরণের জন্য গেইলকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করতে হলে একটা জনমত গড়ে তুলতে হবে বলেও মনে করেন সত্তরের দশকের তুখোড় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল। ‘সিএ-র হাত ধরে সেটা বিশ্বব্যাপী করা উচিত, সেক্ষেত্রে হয়ত সব দেশের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। তবে আইসিসির সভায় যদি সিএ প্রস্তাব দেয় যে, আমরা এটা (গেইলকে নিষিদ্ধ) করছি এবং সবাইকে একই কাজ করতে পরামর্শ দিচ্ছি। তাহলে আমার সবচেয়ে বেশি ভাল লাগবে।’ ঘটনা কয়েক দিন আগে বেলেরিভ ওভালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৪১ রানের ম্যারাথন ইনিংস খেলে ফেরার সময়কার। গেইলের সাক্ষাতকার নিতে যান চ্যানেল টেনের জনপ্রিয় প্রমীলা উপস্থাপক মেল ম্যাকলফলিন। তখনই অত্যন্ত কূরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তোলপাড় ফেলে দেন ৩৬ বছর বয়সী জ্যামাইকান তারকা! ম্যাকলফলিন জিজ্ঞেস করেন বিধ্বংসী এই ইনিংসের পর কী আশা করছেন? জবাবে গেইল বলেন, ‘আমি তোমাকে সাক্ষাতকার দিতেই আসতে চেয়েছি। প্রথমবারের মতো তোমার চোখ দুটো দেখতেই তো আমি এখানে। এটা খুবই সুন্দর। আশা করছি আমরা ম্যাচটা জিতব এবং এরপর একসঙ্গে পান করব। লজ্জা পেও না, বেবি।’ তাৎক্ষণিক দলের পক্ষ থেকে দশ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য হুশিয়ার করে দেয়া হয়। পরবর্তীতে গেইল অবশ্য সংবাদমাধ্যমের কাছে ক্ষমা চেয়ে বক্তব্য দিয়েছেন। তাতে মন গলেনি ইয়ান চ্যাপেলের। কারণ এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবং গত বিশ্বকাপ চলাকালে দুই নারীর সঙ্গে এর চেয়ে চরম অশালীন আচরণ করেছিলেন গেইল। বলতে গেলে এটা তার স্বভাবে পরিণত হয়েছে। ব্যাট হাতে ধুন্ধুমার সব ইনিংস উপহার দেয়ায় দিনের পর দিন সেসব চাপা পড়ে যাচ্ছে। নারীদের সম্মান নিশ্চিত করতেই গেইলের ব্যাপারে সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে ‘জিরো টলারেন্স’ আশা করছেন ইয়ান চ্যাপেল। তিনি বলেন, ‘যদি শুধু একবারের জন্য এমন হতো, তাহলে বলতাম ভুল হয়েছে, দশ হাজার ডলার জরিমানা ঠিক আছে, ভবিষ্যতে আর হবে না। কিন্তু গেইলের ব্যাপরে ক্রিকেট সংশ্লিষ্ঠ যতজন নারীর সঙ্গে আমি কথা বলেছিÑ সবাই বলেছেন, তাদের নানা রকম কুপ্রস্তাব দেয়া হয়েছিল। ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলায় এটা কিছুতেই মেনে নেয়া যায় না। সিএ’র নেতৃত্বে বিশ্বব্যাপী গেইলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার এখনই সময়। ক্ষুব্ধ গ্রেট ইয়ান চ্যাপেলের আহ্বান কোন পর্যন্ত গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
×