ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিষেকের অপেক্ষায় জিনেদিন জিদান

প্রকাশিত: ০৫:২৫, ৯ জানুয়ারি ২০১৬

অভিষেকের অপেক্ষায় জিনেদিন জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদের কোচ হওয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জিনেদিন জিদান। ফরাসী এই কিংবদন্তির নতুন অধ্যায়ে শুভকামনা জানিয়েছেন অনেকে। তবে খোদ স্প্যানিশ মিডিয়া মনে করছে, কোচ হিসেবে সাফল্য পাওয়া সহজ হবেনা জিজুর। এসব নিয়ে অবশ্য ভাববার সময় নেই ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী তারকার। কেননা আজই কোন দলের মূল কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে জিদানের। স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ ডিপোর্টিভো লা করুনা। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোচ হিসেবে আত্মপ্রকাশ করার অপেক্ষায় ৪৩ বছর বয়সী জিদান। এতদিন রিয়ালের ‘বি’ টিম ও মূল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূল দলের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন জিদান। এটিকে যুগান্তকারী অধ্যায় মনে করছেন অনেকে। ম্যাচটির আগে জিদান বলেছেন, এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এ দিনটির জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম। আশা করছি সবাইকে নিয়ে সফল হতে পারব। সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা জিদানের দিনে মাঠে নামছে বার্সিলোনাও। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠ ন্যুক্যাম্পে লড়বে গ্রানাডার বিরুদ্ধে। শিরোপা ধরে রাখার দৌড়ে ভালভাবেই এগোচ্ছে বার্সা। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে এক নম্বরে এ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। অব্যাহত বাজে ফর্মের থাকা রিয়ালকে শিরোপা রেসে ফিরিয়ে সাফল্যের মধ্যে ফেরানোই জিদানের প্রধান চ্যালেঞ্জ। এ লক্ষ্যেই মিশন শুরুর অপেক্ষায় আছেন ফরাসী কিংবদন্তি। সবার ভালবাসা ও সহযোগিতা নিয়ে রিয়ালকে স্বর্ণযুগ ফেরানের প্রতিশ্রুতি দিয়েছেন জিদান। দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে শিষ্যদের নিয়ে অনুশীলন করেছেন। প্রথম দিনের অনুশীলন শেষ তিনি বলেন, মাদ্রিদে ভাল ফুটবল, সুন্দর ফুটবল খেলাটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। আমিও সেভাবে এগোব। খেলাটা আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ হতে হবে। সেরা হতে আমরা কঠোর পরিশ্রম করব। জিদান জানান, দলকে তার মনোযোগীই মনে হয়েছে। আর সবাই খুব খুশিও। আত্মবিশ্বাসী জিদান বলেন, সবাইকেই সামর্থ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের সীমানা থেকে প্রতিপক্ষের মাঝ মাঠ পর্যন্ত বল দখলে রেখে আক্রমণাত্মক কৌশলে খেলাটাই আমার ফুটবলীয় ধারণা। কোচ হিসেবে আমি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং মাঠের খেলা যেন তারা উপভোগ করে তা অবশ্যই নিশ্চিত করতে চাই। যেমনটি তারা নিশ্চিতভাবে রাফায়েল বেনিতেজের অধীনে করেছিল। রিয়ালের মূল কোচ হিসেবে জিদানের সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটির সাবেক কোচ ভান্ডেরলেই লুক্সেবুর্গো। তবে অভিজ্ঞ এই কোচ মনে করেন, সাফল্যের জন্য দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মানতে হবে যে জিদানই রিয়ালে সর্বেসর্বা। খেলোয়াড়ী জীবনে জিদানও এক সময় ড্রেসিং রুমের নেতা ছিলেন। তখন ১১ মাসের ছোট মেয়াদে রিয়ালের কোচ ছিলেন লুক্সেমবুর্গো। সে সময় তিনি বিশ্বকাপজয়ী এই ফরাসী তারকাকে কাছ থেকে দেখেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই লুক্সেবুর্গোর মনে করছেন, রোনাল্ডোকে বুঝতে হবে যে জিদানের মধ্যে নেতা হওয়ার সব গুণই আছে এবং ফুটবল সম্পর্কে তিনি অনেক জ্ঞান রাখেন। তিনি বলেন, ড্রেসিংরুম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলোয়াড়দের দখলে থাকে। তারপর এটা কোচের। রোনাল্ডো যদি ভাবে সে কোচ, তাহলে এটা কঠিন হবে। তাকে বুঝতে হবে যে, সে একজন খেলোয়াড়, কোচ নয়। কোচ হলেন জিদান। এদিকে বার্সিলোনাকে বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। পাশাপাশি সারাবিশ্বের ঘরোয়া লীগগুলোর মধ্যে সবার সেরা নির্বাচিত হয়েছে স্প্যানিশ লা লীগা। ২০১৫ সালে পাঁচটি শিরোপা জেতা বার্সিলোনা ৩৭৯ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে। ইতালীর জুভেন্টাস দ্বিতীয় (২৮৬ পয়েন্ট) ও নেপোলি তৃতীয় (২৬৮ পয়েন্ট)। ২৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জার্মানির চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। ফরাসী চ্যাম্পিয়ন পিএসজি আছে পঞ্চম স্থানে (২৫৭ পয়েন্ট)। আর ২৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে স্পেনের রিয়াল মাদ্রিদ।
×