ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএটি’র ‘ডারবি স্পেশাল’ ব্র্যান্ডের সিগারেট উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:২৩, ৯ জানুয়ারি ২০১৬

বিএটি’র ‘ডারবি স্পেশাল’  ব্র্যান্ডের সিগারেট  উৎপাদনের  ওপর  নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের (বিএটি) ‘ডারবি স্পেশাল’ ব্র্যান্ড সিগারেটের উৎপাদন, বিপণন ও ব্যবহারের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঢাকা জেলা জজ আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন। জানা যায়, বিএটি’র উৎপাদিত ‘ডারবি স্পেশাল’ ব্র্যান্ডের সিগারেটের বিষয়ে আপত্তি উত্থাপন করে ঢাকা জেলা জজ আদালতে একটি আবেদন করা হয় আবুল খায়ের টোব্যাকোর পক্ষে। এতে আবুল খায়ের গ্রুপের ‘ম্যারিস’ ব্র্যান্ডের ডিজাইন নকল করে ডারবি স্পেশাল নাম দিয়ে সিগারেটর উৎপাদন ও বিপণনের অভিযোগ আনা হয়। মামলাটি পরিচালনা করেন তানজীব আলম এ্যান্ড এসোসিয়েটসের এ্যাডভোকেট মোঃ হাসান হাবিব। আদালত আবেদনে আনীত অভিযোগ যুক্তিযুক্ত বিবেচনা করে ডারবি স্পেশাল নাম দিয়ে সিগারেট উৎপাদন, ব্যবহার, বিক্রয় ও বাজারজাতকরণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
×