ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০ বাংলাদেশী পৌঁছেছেন কলকাতায় দুই বাংলার বিক্রমপুরবাসীর মিলন উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৫:২৩, ৯ জানুয়ারি ২০১৬

৫০ বাংলাদেশী পৌঁছেছেন কলকাতায় দুই বাংলার  বিক্রমপুরবাসীর  মিলন উৎসব  শুরু আজ

স্টাফ রিপোর্টার কলকাতা থেকে ॥ দুই বাংলার বিক্রমপুরবাসীর মিলন উৎসব নিয়ে প্রস্তুত এখন কলকাতা। আজ শনিবার বিকেল ৫টায় উৎসব শুরু হচ্ছে কলকতার সদানন্দ রোডের তপন থিয়েটারে। এখানে জমকালো আয়োজনের প্রস্তুতি সম্পন্ন প্রায়। উদ্বোধনী দিনে সঙ্গীত, স্মৃতিচারণ এবং সংবর্ধনা ছাড়াও বাংলাদেশী অতিথিদের সম্মানে থাকছে অরুণ বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘লাগলে বলবেন’। এই উৎসবের আয়োজক ভারত বিক্রমপুরে ফেন্ডসশিপ ওয়েল ফেয়ার সোসাইটি। সংগঠনটির আমন্ত্রণে শুক্রবার বিকেল ৩টার দিকে বাংলাদেশের বিক্রমপুর থেকে ৫০ জন বিশিষ্ট ব্যক্তি কলকতায় এসে পৌঁছেছেন। তাদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেয় কলকতায় বসবাসরত বিক্রমপুরের সন্তানরা।
×