ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতিহাসের বইমেলা উদ্বোধন

সামরিক-বেসামরিক আমলাতন্ত্র দেশের জন্য মঙ্গলকর নয় ॥ যশোরে মুনতাসীর মামুন

প্রকাশিত: ০৫:২৩, ৯ জানুয়ারি ২০১৬

সামরিক-বেসামরিক আমলাতন্ত্র দেশের জন্য মঙ্গলকর নয় ॥ যশোরে মুনতাসীর মামুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দেশ বরেণ্য ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর মুনতাসীর মামুন বলেছেন, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র দেশের জন্য মঙ্গলকর নয়। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের শিক্ষক-সাহিত্যিক, বুদ্ধিজীবীদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তারা কোন উৎপাদনের সম্পৃক্ত নয় অথচ তারাই দেশের সব সুযোগ সুবিধা ভোগ করতে চায়। শুক্রবার সকালে যশোর টাউন হল ময়দানে ইতিহাসের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর ইতিহাস সম্মিলনী এ বই মেলার আয়োজন করে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ও ইতিহাসের শিক্ষক মোল্লা আমীর হোসেনের সভাপতিত্বে মুনতাসীর মামুন আরও বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর করে দেশ যে কলঙ্কমুক্ত হচ্ছে তার পেছনে দেশের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের অবদান রয়েছে। আজ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যসূচীতে ইতিহাস বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করা হয়েছে।
×