ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষি-অর্থনীতিবিদ মাহবুব হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৫:২২, ৯ জানুয়ারি ২০১৬

কৃষি-অর্থনীতিবিদ মাহবুব হোসেনের দাফন সম্পন্ন

স্টাফ রিরোর্টার ॥ কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেনের (৭১) দাফন আজ শুক্রবার বেলা দুটায় বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। গত রবিবার বাংলাদেশ সময় রাত দুটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। চিকিৎসার জন্য মাহবুব হোসেন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেয়া হয়। সেখানে জুমাবাদ তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, পিকেএসএফের চেয়ারম্যান খলীকুজ্জমান, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির, পিকেএসএফের নির্বাহী পরিচালক আবদুল করিম, কৃষি সচিব শ্যামল কান্তি প্রমুখ। মাহবুব হোসেন বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠানে কাজ করেছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব হোসেন। সর্বশেষ তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
×