ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরী গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রকাশিত: ০৫:২২, ৯ জানুয়ারি ২০১৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এরমধ্যে তুরাগ থানা এলাকায় ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে সিদ্ধেশ্বরী এলাকায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক কিশোরী গৃহকর্মী। পুলিশ জানায়, গৃহকর্তা ও গৃহকর্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে সে গায়ে আগুন দিয়েছে। মালিবাগে ছিনতাইকারীরা এক পথচারীকে কুপিয়ে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে গুলিস্তানে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে জনতা। এছাড়া মিরপুরে একটি ঝুটপট্টিতে আগুন লেগে কয়েকটি দোকান ঘর পুড়ে গেছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তুরাগ থানাধীন কালু মিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিনিবাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই লাশটি উদ্ধার করে। আর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ দু’টি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। এদিকে একই দিন ভোর ৫টার দিকে রমনা পুলিশ ভবনের ক্রসিংয়ে গাড়ির ধাক্কায় মোঃ শহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। রমনা থানার এসআই মোঃ আনিছুর রহমান জানান, ভোর ৫টার দিকে ওই যুবককে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। পরে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এসআই আনিছুর রহমান জানান, তার পকেটে থাকা মানিব্যাগ থেকে পাওয়া একটি মোবাইল নম্বরে ফোন করা হলে তারা যুবকটির নাম সাইফুল ও একটি কভার্ড ভ্যানে চালকের সহকারী হিসেবে কাজ করত বলে জানা যায়। এছাড়া এর এক ঘণ্টা আগে ভোর ৪টার দিকে কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সামনে ট্রাক চাপায় ফারুক হোসেন (৩০) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের প্রতিবেশী আবুল মিয়া জানান, ফারুক হোসেন কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় থাকতেন। গৃহকর্মীর গায়ে কেরোসিন ঢেলে ॥ রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় জবা আক্তার (১০) নামে এক শিশু গৃহকর্মী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ছিনতাই ॥ বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর মালিবাগ এলাকার বিশ্ব রোডের সোহাগ কাউন্টারের সামনে ছিনতাইকারীরা ইসতিয়াক আহম্মেদ (৫২) নামে এক পথচারীকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। দুই ছিনতাইকারীকে গণধোলাই ॥ প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে জনতা। আগুন ॥ রাজধানীর মিরপুরে একটি ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
×