ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসপাতাল নেই পটুয়াখালীর রাঙ্গাবালিতে

প্রকাশিত: ০৫:১৯, ৯ জানুয়ারি ২০১৬

হাসপাতাল নেই পটুয়াখালীর রাঙ্গাবালিতে

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা গঠনের পর তিন বছর পেরিয়ে গেলেও কোন হাসপাতাল নির্মাণ হয়নি পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পাশের উপজেলা কিংবা জেলা সদর হাসপাতালে যেতে দুর্ভোগের শেষ নেই রোগী ও স্বজনদের। জেলার সিভিল সার্জন জানালেন, সরকারের অনুমোদন পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাঙ্গাবালি, ছোটবাইশদিয়া, চরমোন্তাজসহ পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কথা বলা হলেও তিন বছর পরেও তা বাস্তবায়ন হয়নি। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় পার্শ্ববর্তী কিংবা জেলা সদর হাসপাতালে যেতে সাধারণ মানুষকে পাড়ি দিতে হয় আগুনমুখা নদী। কিন্তু বর্ষাসহ বিভিন্ন সময় এ নদী উত্তাল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় তাদের। এ কারণে, সন্তান প্রসবসহ যে কোন অসুস্থতায় সাধারণ মানুষজনের একমাত্র ভরসা গ্রাম্য ডাক্তার কিংবা কবিরাজ। এ অবস্থায়, হাসপাতাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি রাঙ্গাবালি সদরের ইউপি চেয়ারম্যান হুমায়ুন তালুকদারের। অবশ্য পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এ এম মজিবুল হক জানালেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে দেড় লক্ষাধিক মানুষ বসবাস করে।
×