ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ভারতের তথ্য পাঠানকোট হামলা তদারকি করেন জইশ-ই-মোহাম্মদ প্রধান

প্রকাশিত: ০৫:১৭, ৯ জানুয়ারি ২০১৬

পাকিস্তানকে ভারতের তথ্য পাঠানকোট হামলা  তদারকি করেন  জইশ-ই-মোহাম্মদ  প্রধান

ভারতীয় বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে হামলাকারী ছয় সন্ত্রাসীর সঙ্গে যোগাযাগ রেখেছিল পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী দল জইশ-ই-মোহাম্মদের এমন চার নেতাকে শনাক্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ১ জানুয়ারি ভোরে ওই হামলা শুরু হয়। খবর হিন্দু অনলাইনের। ভারত পাকিস্তানকে ওই নির্দেশদাতাদের টেলিফোন নম্বর ও পরিচয় জানিয়ে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। ভারতের উর্ধতন এক সরকারী কর্মকর্তা এ কথা জানান। তিনি বলেন, ভারতীয় সংস্থাগুলোর শনাক্ত করা ব্যক্তিরা হলেন জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মওলানা মাসুদ আজহার, তার ভাই আবদুল রউফ আসগর, আশফাক আহমদ ও কাশিম জান। আজহার হামলার তদারক করে এবং তার ভাই আসগর ও অন্য দু’জন সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখে।
×