ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পশ্চিম অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ৯৫ বাড়ি ছাই

প্রকাশিত: ০৫:১৬, ৯ জানুয়ারি ২০১৬

পশ্চিম অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ৯৫ বাড়ি ছাই

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ভয়াবহ দাবানলে প্রায় ৯৫টি বাড়ি ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই দাবানলে ঐতিহাসিক ইয়ারলুপ শহরের এক-তৃতীয়াংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। শহরটি পার্থের দক্ষিণে অবস্থিত। খবর এএফপির। বৃহস্পতিবার রাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার (ঘণ্টায় ৩৭ মাইল) বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুন ৫০ মিটার পর্যন্ত উঁচুতে পৌঁছে যায়। ওই অঞ্চলের শহরগুলোর জন্য দাবানলটি এখনও হুমকি এবং আজকের দমকা বাতাসের কারণে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দমকল বিভাগের কমিশনার ওয়েইনে গ্র্যাসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইয়ারলুপে দাবানলটির তীব্রতা এত বেশি যে, একে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার দমকলকর্মী আহত এবং দমকল বিভাগের একটি ট্রাক ধ্বংস হয়েছে। বর্তমানে দাবানলটি ৫০ হাজারের বেশি হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগটি এখন হারভেই ও প্রেস্টেন বিচসহ বেশ কয়েকটি শহরের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
×